শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

পণ্য আমদানিতে গতি ফিরেছে বেনাপোলে

বকুল মাহবুব, বেনাপোল

ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্যের সিংহভাগ পণ্য পরিবাহিত হয়। করোনা সংক্রমণে ভারতের অবস্থা এখন নাজুক। বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে ভারতের সঙ্গে অনেক দিন বাণিজ্য বন্ধ থাকার পর ৭ জুন পণ্য আমদানি শুরু হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে ৪০০ থেকে ৫০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। অনুরূপভাবে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় প্রায় ২০০ ট্রাক বিভিন্ন ধরনের মাল। ৭ জুন পণ্য আমদানি শুরুর পর গতকাল পর্যন্ত বাংলাদেশে প্রায় ৩ হাজার পণ্যবোঝাই ট্রাক প্রবেশ করেছে। বেনাপোল দিয়ে গতি ফিরেছে আমদানি বাণিজ্যে। আগামী দু-এক দিনের মধ্যে রপ্তানিও শুরু হয়ে যাবে  বলে আশা প্রকাশ করেছেন বেনাপোল স্থলবন্দরের স্থানীয় কর্মকর্তারা। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। স্থলপথে আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৭০ ভাগ সম্পাদিত হয় এ বন্দর দিয়ে। প্রতি বছর ৮ থেকে ১০ হাজার কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি হয়। অন্যদিকে আমদানি হয় প্রায় ৫০ হাজার কোটি টাকার পণ্য। করোনাভাইরাস সংক্রমণ রোধে ভারত সরকারের নিষেধাজ্ঞায় ২২ মার্চ থেকে স্থলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে দুই দেশের বন্দর এলাকায় প্রবেশের অপেক্ষায় পণ্য নিয়ে আটকা পড়ে কয়েক হাজার ট্রাক। ৭ জুন এ পথে পুনরায় ভারতীয় পণ্যের আমদানি শুরু হয়েছে। গত ১৮ দিনে ভারত থেকে প্রায় ৫০ হাজার টন পণ্য আমদানি হয়েছে। তবে রপ্তানি বাণিজ্য এখনো বন্ধ। বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা জানান, ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশি পণ্যের রপ্তানি নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, তারা বিভিন্ন সময়ে আমাদের আশ্বস্ত করেছেন তবে কবে নাগাদ রপ্তানি শুরু হবে বলা যাচ্ছে না। যেহেতু আমদানি শুরু হয়েছে উচ্চ পর্যয়ের আলোচনা হলে রপ্তানিও শুরু করা সম্ভব হবে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার জানান, যে প্রক্রিয়ায় আমদানি শুরু হয়েছে একই প্রক্রিয়ায় রপ্তানি শুরুর জন্য ভারতকে আমরা তাগিদ দিয়েছি। আশা করা যায়, দু-এক দিনের মধ্যে রপ্তানি প্রক্রিয়াও শুরু হবে। তিনি বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে ৪০০ থেকে ৫০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। অনুরূপভাবে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় প্রায় ২০০ ট্রাক বিভিন্ন ধরনের মাল। ৭ জুন পণ্য আমদানি শুরুর পর গতকাল পর্যন্ত বাংলাদেশে প্রায় ৩ হাজার পণ্যবোঝাই ট্রাক প্রবেশ করলেও বাংলাদেশ থেকে কোনো পণ্য রপ্তানি হয়নি।

সর্বশেষ খবর