শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

কভিড হাসপাতালের অনেক আইসিইউ ও বেড ফাঁকা : স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি সারা দেশে আইসিইউয়ের তীব্র সংকট দেখা গেছে। আইসিইউ সংকটে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে রোগী মৃত্যুর অভিযোগও পাওয়া গেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েও আইসিইউ ‘ব্যবস্থা’ করার চেষ্টা করেছেন কেউ কেউ- এমনটাও দেখা গেছে। তবে বর্তমানে ঢাকাতেই ১৮০টি আইসিইউ বেডের মধ্যে ৮৩টিই ফাঁকা রয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এসব তথ্য জানান। নাসিমা সুলতানা বলেন, ‘ঢাকা মহানগরে কভিড-ডেডিকেটেড হাসপাতাল রয়েছে ১৬টি এবং মহানগরীর বাইরে ঢাকা জেলায় একটি। ঢাকা মহানগরে কভিড-১৯ রোগীদের জন্য মোট সাধারণ বেড রয়েছে ছয়  হাজার ৭৭৩টি এবং আইসিইউ বেড রয়েছে ১৮০টি। এসব বেডের বিপরীতে সাধারণ রোগী ভর্তি রয়েছেন দুই হাজার ৩৭৫ জন। আইসিইউ বেডে ভর্তি আছে ৯৭ জন। আর সারা দেশের সাধারণ ও আইসিইউ বেডের চিত্রটাও প্রায় একই রকম। নাসিমা সুলতানা জানান, সারা দেশে সব বিভাগ মিলে সাধারণ বেড সংখ্যা ১৪ হাজার ৬১০টি এবং আইসিইউ বেড রয়েছে ৩৮৯টি। এর মধ্যে সাধারণ রোগী ভর্তি আছেন চার হাজার ৬৯১ জন। অর্থাৎ এখন সাধারণ বেড ফাঁকা প্রায় ১০ হাজার। আর আইসিইউ বেডে রোগী ভর্তি আছে ১৮৩ জন। এখানেও প্রায় দুই শতাধিক বেড ফাঁকা রয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদফতরের। এসব হাসপাতালে রোগী ভর্তি হতে পারবেন জানিয়ে তিনি বলেন, সব হাসপাতালেই রোগী ভর্তি হতে পারবেন। কারণ প্রায় সব হাসপাতালেই বেড খালি রয়েছে। ঢাকা মহানগরে যেমন খালি আছে, তেমনি বিভাগগুলোতেও খালি আছে। রোগীরা গেলে সহজেই ভর্তি হতে পারবেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৩০ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানান নাসিমা সুলতানা। তবে এ সময়ে ৪৮৩ জন ছাড়াও পেয়েছেন বলে জানান তিনি। স্বাস্থ্য অধিদফতরের হেল্প লাইনে ফোন করে হাসপাতালগুলোর শয্যা সম্পর্কে তথ্য জানা যাবে বলেও যোগ করেন নাসিমা সুলতানা।

সর্বশেষ খবর