শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা
গ্যাসলাইনে অগ্নিকান্ড

রাজধানীর কয়েকটি এলাকায় বন্ধ ছিল গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাসলাইনে অগ্নিকান্ডের ঘটনায় গতকাল দীর্ঘ সাত ঘণ্টা বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। সকালে ওয়াসার পানির লাইনের কাজ করতে গিয়ে গ্যাসের লাইন ফেটে আগুন ধরে যায়। এরপর দুর্ঘটনা রোধে সকাল সাড়ে ৭টায় সরবরাহ বন্ধ করা হয় এবং দুপুর আড়াইটার দিকে  পাইপলাইন মেরামত শেষে পুনরায় সচল হয় গ্যাসের সরবরাহ। খোঁজ নিয়ে জানা যায়, এই দুর্ঘটনার জন্য ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনে গ্যাসলাইন ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) জরুরি সেবা বিভাগ ক্ষতিগ্রস্ত গ্যাসলাইন মেরামত শুরু করায় মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডির একাংশ,           শ্যামলী ও কল্যাণপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এ জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা  বিপাকে পড়েন। অনেক বাসায় সকালের ও দুপুরের রান্না করা সম্ভব হয়নি। তিতাসের জরুরি সেবা শাখার ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন জানান, গ্যাসলাইনে আগুন লাগার পর তা আর নেভানো যাচ্ছিল না। তাই আগুন নেভাতে গাবতলী ডিআরএস বন্ধ করতে হয়। অগ্নিদুর্ঘটনার পর থেকেই মেরামতের কাজ চলছিল। এই কারণে শুক্রবার দুপুর পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডির আংশিক, শ্যামলী ও কল্যাণপুরে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। গ্যাসলাইনের মেরামতের কাজ শেষে গ্যাস সরবরাহ ফের চালু হয়েছে। এর আগে গতকাল ভোর ৪টা ৪৩ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর