শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা থেকে মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনাভাইরাস থেকে জাতিকে রক্ষা এবং যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে গতকাল রাজধানীসহ সারা দেশের মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আশপাশের অভাবী ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য খুতবায় আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গণজমায়েত এড়িয়ে চলে করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়।

বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মুফতি মাওলানা মো. মহিবুল্লাহিল বাকি নদভী। এতে ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের আত্মার মাগফিরাত কামনাসহ করোনা মহামারী থেকে রক্ষায় দেশবাসীর জন্য দোয়া করা হয়েছে। জুমার নামাজে বায়তুল মোকাররমসহ  প্রায় প্রতিটি মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের নামাজ পড়তে দেখা গেছে। অধিকাংশ মুসল্লি বাসা থেকে অজু করে মাস্ক পরে মসজিদে আসেন। ফরজ নামাজের পরপরই অধিকাংশ মুসল্লি মসজিদ ত্যাগ করেন।

সর্বশেষ খবর