শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

করোনার রিপোর্ট প্রাপ্তিতে ‘ব্যতিক্রম’ চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ওয়েবসাইটে মোবাইল নম্বরটি দিলেন। মুহূর্তেই হাতে থাকা মোবাইলে ভেসে উঠল ল্যাব আইডি, নাম, বয়স, লিঙ্গ, ঠিকানা, নমুনা প্রদানের তারিখ ও স্থান। সঙ্গেই থাকল সময়ের কাক্সিক্ষত দুটি শব্দ- নেগেটিভ এবং পজিটিভ।   www.ysab.info/Coronactg লিংকে প্রবেশ করে কোবিড ১৯ টেস্ট-এর  ফলাফল দেখা যাচ্ছে নিমিষেই।      করোনাভাইরাস শনাক্তে নমুনা দেওয়ার পর রিপোর্ট না আসা, ১০ থেকে ১৫ দিন পর্যন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা, রিপোর্ট না আসায় কর্মজীবীদের নানা সমস্যা-ভোগান্তিতে পড়া, দিনের পর দিন রোগ নিয়ে আতঙ্কে থাকা,  রিপোর্ট প্রাপ্তি নিয়ে ধুয়াশায় থাকা- এমন সব হতাশা, শঙ্কা, দুর্ভোগ ও অনিশ্চয়তা নিরসন করেছে সুষ্ঠু, সুন্দর, পরিকল্পিত ও সময়োপযোগী সিদ্ধান্তটি। ফলে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট প্রাপ্তিতে মাইলফলক হয়েছে চট্টগ্রামের ব্যতিক্রমী এ উদ্যোগ। জানা যায়, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির নির্দেশনা, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানের সার্বিক তত্ত্বাবধান এবং মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড- ওয়াই স্যাব (www.facbook.com/ysab.bd) এর কারিগরি ও স্বেচ্ছাসেবী সহায়তায় চট্টগ্রাম ও আশপাশের জেলাসমুহের কভিড-১৯ রিপোর্ট পেতে নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়। এটি তৈরিতে নিরলস শ্রম দিয়েছেন ২০ সদস্যের একটি উদ্যোমী টিম। ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান বলেন, করোনার শুরু থেকেই নমুনার রিপোর্টের জন্য নানা সমস্যা তৈরি হয়। তাই নমুনার রিপোর্ট পেতে ভোগান্তি কমানোর বিষয়টি নিয়ে চিন্তা করি। পরে তরুণ চিকিৎসকদের একটি টিম ওয়েবসাইটটি তৈরি করেছে। এখন বাসায় বসে মোবাইলে নম্বর দিয়ে মুহূর্তেই রিপোর্ট দেখতে পাচ্ছেন। দেশে চট্টগ্রামেই প্রথম এমন উদ্যোগ। ওয়াই স্যাব-এর ফাউন্ডার প্রেসিডেন্ট ডা. হামিদ হোছাইন আজাদ বলেন, ওয়াই স্যাবের হেলথ স্কুল, হেলথ কর্নার চিটাগাং গ্রুপ এবং এ পরিবারের মেডিকেল শিক্ষার্থী ও তরুণ চিকিৎসকরা ওয়েবসাইটটি তৈরি করেন। ওয়েবসাইটের মাধ্যমে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই করোনার নমুনার রিপোর্ট পাওয়া যাচ্ছে। রিপোর্ট পেতে মোবাইল নম্বর-এর ডিজিট ভুল হয়ে থাকলে নমুনা প্রদানকারীর নাম, বয়স এবং নমুনা প্রদানের তারিখ দিয়েও খুব সহজে রির্পোট পাওয়া যাবে। পরিবারের সবাই একই মোবাইল নম্বর দিয়েও রিপোর্ট পেতে পারেন। ওয়াই স্যাবের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা, মেডিকেল শিক্ষার্থী ও তরুণ চিকিৎসকদের একাডেমিক সেমিনার, বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং বছরজুড়ে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ খবর