রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

৫০০ বছরের ষাইট্টা বটগাছ

৫০০ বছরের ষাইট্টা বটগাছ

৫০০ বছরের রহস্যঘেরা ধামরাইরের ষাইট্টা বটগাছ। ধানতারা গ্রামে দেবীদাস বংশের পূর্বপুরুষ তাদের জমির ওপর একটি বট ও একটি পাকুড় গাছ রোপণ করেছিলেন। সেই সময়ে এরকম ধর্মীয় অনুভূতিতে দাস বংশের পূর্বপুরুষ বাদ্যযন্ত্র বাজিয়ে বিবাহের উপকরণসহ ব্রাহ্মণ দ্বারা মন্ত্র পাঠের মাধ্যমে বট ও পাকুড় গাছের বিবাহ সম্পন্ন করেন। গাছ দুটি বর্তমানে অসংখ্য ডালের মাধ্যমে অসংখ্য শিকড় ছেড়ে দিয়ে ৫ বিঘা জমি দখল করে আছে।       -রোহেত রাজীব

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর