রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

শিশুকে হত্যা করে পুঁতে রাখল শিশু গ্যাং

শরীয়তপুর প্রতিনিধি

মুক্তিপণের টাকা না পেয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের শাকিল মাদবরকে (১৫) হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় পার্শ¦বর্তী ইউনিয়ন পশ্চিম নাওডোবা থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শাকিল পূর্ব নাওডোবা ইউনিয়নের হাজী কালাই মাদবরকান্দি গ্রামের সালাম মাদবরের ছেলে। সে অষ্টম শ্রেণিতে পড়ত। ২৫ জুন বিকাল সাড়ে ৩টার দিকে ক্রিকেট খেলার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয় অভিযুক্তরা। পরে তারা শাকিলের বাবাকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সময় বেঁধে দেয়। গরিব বাবা টাকা জোগাড় করতে না পেরে পুলিশকে জানালে তারা শাকিলকে শাসরোধ করে হত্যা করে পাশের ইউনিয়নের একটি ফাঁকা স্থানে মাটিতে পুঁতে রাখে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ২ জনকে আটক করে পুলিশ। মুক্তিপণের টাকা না পেয়ে হত্যা করার কথা স্বীকার করে আটককৃত আসামিরা। এ ঘটনায় জাজিরা থানায় ৬ জনকে আসামি করে শাকিলের বাবা বাদী হয়ে মামলা করলে ২ জনকে আটক করে পুলিশ। এ বিষয়ে প্রেস ব্রিফিং করেছে শরীয়তপুর জেলা পুলিশ। উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামানসহ অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ জাজিরা থানার অফিসার ইনচার্জ। পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বলেন, আসামিরা হলো সাকিব ওরফে বাবু (২০), পিতা-মজিবর মাদবর, গ্রাম-হাজী মমিন আলী ফরাজীকান্দি,  আক্তার মাদবর (২৬), পিতা-মজিবর মাদবর, গ্রাম-হাজী মমিন আলী ফরাজীকান্দি (বর্তমান ঠিকানা : পশ্চিম নাওডোবা  নৈমুদ্দিনখারকান্দি গ্রামের নানা জব্বর খাঁর বাড়ি),  সজিব মাঝি (২২), পিতা-অজ্ঞাত, গ্রাম-হাজী মমিন আলী ফরাজীকান্দি,  ইমরান মোড়ল (২০), পিতা-আ. খালেক মোড়ল, মহসিন হাওলাদার (২৫), পিতা-মৃত আফতাব উদ্দিন হাওলাদার, উভয় গ্রাম-পশ্চিম নাওডোবা মজিদ ঢালীরকান্দি, স্বপন সরদার (৪৫), পিতা-মৃত আয়নাল সরদার ওরফে আনোয়ার সরদার, গ্রাম-চর খাগুটিয়া, সবার থানা-জাজিরা, জেলা-শরীয়তপুরসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামি পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে শাকিল মাদবরকে অপহরণ করে। ২৫ জুন বিকাল অনুমান সাড়ে ৩টা হতে ২৭ জুন রাত ৩টা ৪০ মিনিটের মধ্যে যে কোনো সময় হত্যা করে লাশ গুম করে। জাজিরা থানা পুলিশ অপহরণের পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতারসহ আসামিদের তথ্যের ভিত্তিতে এবং তাদের দেখানো অপহৃত শাকিল মাদবরের গুম হওয়া লাশ উদ্ধার করে। আসামিদের বিরুদ্ধে জাজিরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর