রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

বাবার মামলা চার সন্তানের বিরুদ্ধে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে পুলিশের চাকরি থেকে অবসরে আসা এক বৃদ্ধ বাবা চারদিন গাছতলায় রাত কাটান। অনাহারে দিন কাটানোর ফলে অসুস্থ হয়ে পড়েন। জীবন বাঁচাতে ওই বাবা স্বেচ্ছায় কোনো বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য ধামরাই উপজেলা সমাজসেবা কার্যালয়ে যান। পরে সমাজসেবা কর্মকর্তা তাকে উদ্ধার করে ধামরাই থানায় নিয়ে যান।

পরে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা তাকে সুস্থ করতে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে চিকিৎসা করান। তিনি সুস্থ হয়ে উঠলে তার কাছ থেকে বিস্তারিত জেনে ভরণপোষণ না করায় তার তিন ছেলে ও এক  মেয়েকে  আসামি করে বৃহস্পতিবার ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ রাতেই সাভার থেকে আতিক নামে তার এক ছেলেকে  গ্রেফতার করে। জানা গেছে, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মান্নান (৮৬) গত চার দিন ধরে ঝড়-বৃষ্টির মধ্যেও বিভিন্ন গাছতলায় রাত যাপন করেন। পরে উপজেলা সমাজসেবা অফিসে যান। তিনি জানান, তার বড়  ছেলে মশিউর রহমান টুটুল ব্যাংকার। মেঝ ছেলে আতিকুর রহমান চাকরি করেন। থাকেন সাভারে।  ছোট ছেলে বেনজীর (৩৮) চাকরি করেন এবং  মেয়ে রুবি শ্বশুর বাড়ি থাকেন। তার তিন ছেলে এক মেয়ে কেউ তার খোঁজ নিচ্ছে না। তার কোনো ধন সম্পদ নেই বলে সন্তানরা তাকে ঘরে তুলেন না। ধামরাই থানার ওসি জানান, সারা জীবন পুলিশে চাকরি করে সন্তানদের বড় করে মানুষ করেছেন আব্দুল মান্নান। ছেলেমেয়েদের শিক্ষিত করতে সহায় সম্বল সব হারিয়েছেন। এখন সন্তানরা কেউ তাকে দেখেন না। তাই ভরণপোষণ আইনে মামলা দায়ের করেন সন্তানদের বিরুদ্ধে। ধামরাইয়ে কোনো সন্তান যেন বৃদ্ধ ও অসুস্থ বাবা মাকে কষ্ট না দেন। যদি বাবা মাকে কষ্ট দেওয়ার সংবাদ পাই তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর