সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা
করোনায় কঠিন বাস্তবতা

হাসপাতালে মৃত্যু কেউ এলো না, মুখাগ্নি করলেন ইউএনও

গোপালগঞ্জ প্রতিনিধি

পরিবারের সদস্যরা না আসায় গোপালগঞ্জে করোনায় মৃত নিত্যানন্দ বল্লবের (৬৭) মুখাগ্নি করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান। গতকাল দুপুর দেড়টার দিকে স্থানীয় কয়েকজন  ডোমের সহযোগিতায় গোপালগঞ্জ পৌর শ্মশানে ইউএনও মৃত ব্যক্তির সৎকার করেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিত্যানন্দ বল্লব। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণখানা গ্রামের বাসিন্দা।  গোপালগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, গত ৬ জুন করোনায় আক্রান্ত নিত্যানন্দকে কোটালীপাড়া উপজেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। পরিবারের লোকজনের অনীহার কারণে তাকে ঢাকায় নেওয়া  সম্ভব হয়নি। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান জানান, মৃত নিত্যানন্দ বল্লবের পরিবারের লোকজনকে ফোন করলেও তারা আসেনি। পরিবারের লোকজন না আসায় নিজেই মানবিক দায়িত্ব থেকে মুখাগ্নি করে নিত্যানন্দ বল্লবের  শেষকৃত্য সম্পন্ন করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর