শিরোনাম
সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা
করোনায় কঠিন বাস্তবতা

আক্রান্ত দম্পতির ওপর হামলা ভাঙচুর

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত এক দম্পতির ওপর হামলা চালিয়ে তাদের মারধর ও বসতঘর ভাঙচুর করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বাইরে ঘোরাঘুরি করছেন এমন অভিযোগ তুলে তাদের ওপর প্রতিবেশী একটি পরিবার হামলা চালায় বলে জানান ভুক্তভোগীরা। গতকাল দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার শিকার ওই দম্পতি এ তথ্য জানান। গত শুক্রবার বিকালে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এদিকে হামলায় আহত হয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ ওই দম্পতি ঘরবন্দী থাকায় চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ করেন। অন্যদিকে হামলার ঘটনার নিন্দাসহ ঘটনার বিচার দাবি করেন স্থানীয় সচেতন মহল।

জানা যায়, পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের জালাল সরদার বাড়ির বাসিন্দা মহিম ও মহিমা আক্তার দম্পতি। সম্প্রতি স্থানীয় রাজিবপুর এলাকার বাসিন্দা মহিমের শাশুড়ি করোনা আক্রান্ত হন। পরিবারে দেখাশোনার অন্য কেউ না  থাকায় মায়ের সেবা করতে মহিমা তাকে তার বাড়িতে নিয়ে আসেন। পরে স্বামী-স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে তাদের ৪ বছরের শিশু কন্যার রিপোর্ট নেগেটিভ আসে। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়ি লকডাউন করে দেওয়া হয়। এদিকে প্রতিবেশী জামালের পরিবার প্রচার করতে থাকে করোনা রোগী বাইরে ঘোরাঘুরি করছে। এ নিয়ে ঘটনার দিন করোনা আক্রান্ত মহিমা ও প্রতিবেশী জামালের স্ত্রীর মধ্যে বাকবিত া হয়। খবর পেয়ে জামালের ছেলে-মেয়েরা দলবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের মারধর করে ও ভাঙচুর চালায়। তবে হামলার বিষয়টি অস্বীকার করে জামালের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী পাল্টা অভিযোগ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর