সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

রাজধানীর ফ্ল্যাটে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারার একটি বাসা থেকে সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, গত চার দিন নিখোঁজ ছিলেন তিনি। প্রাথমিকভাবে পুলিশ জানায়, শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করা হয়েছে সাইফুলকে। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। লাশ সুরতহালের সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে জানান তদন্তসংশ্লিষ্টরা।

ওই ফ্ল্যাট থেকে দুই তিন দিন ধরে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি অন্য ভাড়াটিয়ারা বাড়ির মালিককে জানালে প্রথমে আমলে নেননি তিনি। পরে দুর্গন্ধের মাত্রা বাড়লে বাড়ির মালিক শনিবার রাতে পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে খাটের নিচে অর্ধগলিত অবস্থায় পাওয়া যায় সাইফুল ইসলামের লাশ। জানা যায়,  গত ১ জুন ইন্টারনেট ব্যবসায়ী পরিচয়ে আপেল আহমেদ নামে একজন পূর্ব সাঈদ নগরের মসজিদ গলির ওই বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। বাড়ির মালিককে জমা দেওয়া তথ্য বিবরণী থেকে জানা যায়, আপেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। বাড়ির মালিক লাকি আক্তার ও অন্য বাসিন্দারা জানান, গত ২৪ জুন রাতে ওই ফ্ল্যাটে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পান তারা। পরে সেখানে গেলে দরজা না খুলে ভিতর থেকে আপেল ও তার স্ত্রী শান্তা বেগম বিষয়টি নিজেদের ব্যক্তিগত বলে অবহিত করেন। পরদিন ভোরে বাসা থেকে লাপাত্তা হয়ে যান তারা। সাইফুলের পরিবার থেকে জানা যায়, গত ২৪ জুন রাত দশটার দিকে ধানমন্ডির বাসা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেননি সাইফুল ইসলাম। পরদিন রাজধানীর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী রিমা পারভীন। গত ২৬ জুন ভাটারা এলাকার পূর্ব সাঈদ নগরের রাস্তার পাশ থেকে নিহত সাইফুলের ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে পুলিশ। এর পরদিন লাশ উদ্ধার হওয়ার পর নিহত সাইফুলের ঘড়ি ও জুতা দেখে শনাক্ত করে পরিবার। এদিকে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা সিআইডি পরিদর্শক সাইফুর রহমান ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকা-ের ঘটনা। ধারণা করা হচ্ছে এই বাসায় যারা ছিল তারাই জড়িত। ভাটারা থানার এসআই এসকান্দার আলী সরকার জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে পূর্ব সাঈদ নগর এলাকার আনোয়ার সাহেবের একটি ৩য় তলা ভবনের ২য় তলার ভাড়াটিয়ার কক্ষের খাটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। জামালপুর সদর উপজেলার কম্পপুর গ্রামের নাসিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম। তিনি হাজারীবাগ মনেশ্বর রোডের ৯ নম্বর লাইনের ১৪১ নম্বর বাড়িতে থাকতেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর