মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

দিনদুপুরে ধর্ষণের পর হত্যার অভিযোগ

লাকসাম প্রতিনিধি

নাঙ্গলকোট উপজেলার মান্দ্রা গ্রামে রাবেয়া আক্তার (২১) জনৈক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাবেয়ার পিতা বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। জানা যায়, মান্দ্রা গ্রামের আলী মিয়ার স্ত্রী জাহানারা বেগম রবিবার (২৮) বেলা ১১টার দিকে স্থানীয় বাজারে যান। তাই বাড়িতে রাবেয়া ও তার নানী জামিলা খাতুন (৭২) ছাড়া অন্য কেউ ছিলেন না। এ সময় মোটরসাইকেলযোগে তিনজন তাদের বাড়িতে আসে। এদের মধ্যে দুই যুবক ঘরে ঢোকে এবং মধ্যবয়সী অন্য ব্যক্তি ঘরের সামনে পাহারা দিতে থাকে। রাবেয়ার নানী ব্যাংকের লোক মনে করে আপন মনে তরকারি কাটছিলেন। বেশ কিছুক্ষণ পর রাবেয়ার মা জাহানারা বেগম বাজার থেকে ফিরে মা জামিলা খাতুনের কাছে মেয়ে কোথায় জানতে চান। জামিলা জানান, রাবেয়া ঘরে ব্যাংকের লোকদের সঙ্গে কথা বলছে। ঘরে ঢুকে জাহানারা তার মেয়ের লাশ দেখতে পান। খবর পেয়ে রাতে পুলিশের চৌদ্দগ্রাম সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিআইডি, পিবিআইয়ের স্পেশাল ক্রাইম সিম ম্যানেজমেন্ট টিম, ডিবির এলআই টিম এবং নাঙ্গলকোট থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। রাবেয়াকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তার স্বজন ও এলাকাবাসীর অভিযোগ। বছর দুয়েক আগে কুমিল্লার জনৈক প্রবাসীর সঙ্গে রাবেয়ার বিয়ে হয় বলে তারা জানান। রাবেয়ার মা জাহানারা বেগম বলেন, তার মেয়ের সঙ্গে একই গ্রামের আবুল কালাম ও তার ভাই লিটনের বিরোধ চলে আসছিল। তারা বিভিন্ন সময় মেয়েকে হত্যার হুমকি দেয়। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার শালিস বৈঠক হয়। তিনি বলেন, রাবেয়া হত্যার সঙ্গে তারা জড়িত থাকতে পারে। মামলার তদন্তকারী কর্মকর্তা নাঙ্গলকোট থানা পুলিশ পরিদর্শক আশ্রাফুল ইসলাম বলেন, রাবেয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ খবর