বুধবার, ১ জুলাই, ২০২০ ০০:০০ টা

ফি নির্ধারণে পরীক্ষা কমার কোনো আশঙ্কা নেই

--- অধ্যাপক ডা. এম ইকবাল আর্সালান

ফি নির্ধারণে পরীক্ষা কমার কোনো আশঙ্কা নেই

স্বাধীনতা চিকিৎসক পরিষদ- স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সালান বলেছেন, করোনা পরীক্ষায় ফি নির্ধারণে পরীক্ষার হার কমার কোনো আশঙ্কা নেই। এখন যারা আক্রান্ত তারাই শুধু পরীক্ষা করাবেন। আগে উপসর্গ ছাড়াই অনেকে পরীক্ষা করাতেন। সে সংখ্যা এখন কমে যেতে পারে। তবে সরকারের যারা সুবিধাপ্রাপ্ত বিশেষ করে হতদরিদ্র শ্রেণি, তাদের বিনামূল্যে করোনা পরীক্ষার কথা বলা হয়েছে।

করোনা পরীক্ষায় ফি নির্ধারণ নিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এ মন্তব্য করেন স্বাচিপ সভাপতি। তিনি বলেন, করোনাকালে অনেকেই দরিদ্র হয়ে গেছেন। তাদের হতদরিদ্র বলা যাবে না। তাদের বিষয়ে কী করা হবে? বিষয়টি নিয়ে সরকারকে ভাবতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ যদি মনে করেন, কেউ দরিদ্র- এ নিশ্চয়তা পাওয়া গেলে তাকে বিনামূল্যে করোনা পরীক্ষা করানো যেতে পারে। করোনার ফি নির্ধারণে যারা সরকারকে পরামর্শ দিয়েছেন বা আদেশ জারি করেছেন, তাদের মাথায় তৎক্ষণাৎ এ বিষয়টি আসেনি। তারা হতদরিদ্রের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার কথা বলেছেন। সেখানে আমাদের দাবি হচ্ছে, যারা ক্ষুদ্র আয়ের ছিলেন, চাকরি নেই, ব্যবসা নেই এমন শ্রেণির প্রতিও সরকার একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।

 বেসরকারি হাসপাতালে বেশি ফি নেওয়া প্রসঙ্গে অধ্যাপক ডা. ইকবাল আর্সালান বলেন, এটা ঠিকই আছে। কারণ, তারা কিট কিনে পরীক্ষা করে। সেখানে সরকারের পক্ষেও বিনা পয়সায় দেওয়া সম্ভব নয়। আমি মনে করি, উচিতও নয়। বেসরকারি হাসপাতালে যারা সেবা নেন, তারা সবাই বিত্তশালী। বিত্তবানরা পয়সা দিয়েই করাবেন। তাদের বিনা পয়সায় চিকিৎসা করানো ঠিক হবে না। সেখানে কোনো হতদরিদ্র যায় না। বেসরকারি হাসপাতালে এমনিতেই নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। সেখানে বিনামূল্যে পরীক্ষা করানো হলে অনিয়ম ও দুর্নীতি আরও বাড়বে বলে আমি মনে করি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর