বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

আন্তরিকতা মানবিকতা নিয়ে এগিয়ে আসুন

-মাওলানা আবুল হাসানাত আমিনী

আন্তরিকতা মানবিকতা নিয়ে এগিয়ে আসুন

ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, সংকটময় কঠিন পথটি পাড়ি দেওয়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। আন্তরিকতা ও মানবিকতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এটি আল্লাহর গজব। উত্তরণে তওবা ইস্তেগফার করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অভাবীদের পাশে দাঁড়াতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আবুল হাসানাত আমিনী বলেন, দেশের মানুষ ভালো নেই। প্রতিটি সেক্টরে প্রভাব পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে করোনার পিক টাইম আসছে। আমি মনে করি, দেশের প্রকৃত পরিস্থিতি বুঝতে অনেক সময় লাগবে এবং পরিস্থিতি হয়তো অনেক দিন বোঝাও যাবে না। নীরবে অনেক সময় এ সংক্রমণ আমাদের ক্ষত হয়ে থাকবে। তিনি বলেন, সংকটের শুরু থেকেই বিপাকে স্বল্প আয়ের মানুষ। অনেকে কাজ হারিয়ে বিপর্যস্ত। চলমান পরিস্থিতিতে খেয়ে পরে বেঁচে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। সরকারি-বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা কার্যক্রম চললেও সেটা পৌঁছানো যাচ্ছে না সবার কাছে। লাজ-লজ্জা, করোনা আতঙ্ক সবকিছু ছাপিয়ে ক্ষুধা নিবারণই এখন তাদের কাছে মুখ্য বিষয়। সঞ্চয় ভেঙে কিছুদিন চালিয়ে নিলেও এখন সেটাও শেষ। অনেকে ২/৩ মাসের বাসা ভাড়া নিয়ে বিপদে আছে। তারা রাজধানী ছাড়ছেন। অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে হাসানাত আমিনী বলেন, মন্দাভাবের প্রভাব বাংলাদেশেও পড়েছে। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি গার্মেন্ট শিল্পের ক্রয়াদেশ কমতে শুরু করেছে। বিশ্বব্যাংক আশঙ্কা করছে বৈশ্বিক জিডিপি কমতে পারে প্রায় এক শতাংশ পর্যন্ত, যা গত চল্লিশ বছরের সূচকে সবচেয়ে বেশি। তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে সরকারকে এখনই ভাবতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এই খাতের বরাদ্দ যেন দুর্নীতিবাজরা নিজের পকেট ভারী করতে না পারে লক্ষ্য রাখতে হবে। দুর্নীতির প্রমাণ পেলে স্থায়ী বহিষ্কার করতে হবে। প্রতি জেলায় ল্যাব বসাতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার মেশিন কাজে লাগাতে হবে।

সর্বশেষ খবর