বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

সবাই মিলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো জরুরি

-আল্লামা ইসমাঈল নূরপুরী

সবাই মিলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো জরুরি

খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, করোনাভাইরাস মহাসংকট উত্তরণে মতানৈক্য বাদ দিয়ে সবাই মিলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালে কিছুটা সংকট নিরসন হতে পারে। এ ছাড়া রাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যক্তি থেকে নিয়ে সমাজের নিম্ন স্তরের সবাই আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে কান্নাকাটি করা এবং আল্লাহর হুকুম মতে নিজেদের জীবন ও রাষ্ট্রকে পরিচালনা করলে সংকট উত্তরণ সম্ভব।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আল্লামা ইসমাঈল নূরপুরী বলেন, করোনায় পুরো বিশ্ব স্তব্ধ। বাংলাদেশেও এর প্রভাব বেড়েই চলছে। করোনা পরিস্থিতিতে নিম্ন ও মধ্যবিত্তরা খাদ্য ও চিকিৎসার অভাবে কঠিন জীবনযাপন করছে। রোগীদের ভয়ে অনেক চিকিৎসক পলায়ন করেছে। সরকারি ও বেসরকারিভাবে ব্যাপক ত্রাণ প্রদান করলেও তা পর্যাপ্ত নয়। সরকারি দলের লোকজনের আত্মসাৎ করা ত্রাণ বিতরণ করলে কিছুটা হলেও সহনীয় হতো। অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, যেখানে বিশ্ব অর্থব্যবস্থা ঝুঁকিপূর্ণ, সেখানে আমাদের মতো জনবহুল দেশে অর্থনৈতিক অবস্থা আলোচনা করার প্রয়োজন রাখে না। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালগুলোতে করোনা পরীক্ষাসহ বিভিন্ন পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। হাসপাতালের স্বাস্ব্য সেবা সন্তোষজনক নয়। এখনো অসংখ্য রোগী চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। করোনা মোকাবিলায় বাজেট প্রসঙ্গে আল্লামা ইসমাঈল নূরপুরী বলেন, করোনা মোকাবিলায় বাজেট বাস্তব সম্মত হয়নি। স্বাস্থ্য ও কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার ছিল। তা না করে গতানুগতিক ও বাস্তবতাবর্জিত বাজেট পেশ করা হয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, দেশ ভালো চলছে না। সন্ত্রাস, খুন, চাঁদাবাজি ও দুর্নীতি বহাল তবিয়তে চলছে। সরকারদলীয় লোকজন চুরি ও লুটপাট করেছে। তাদের কঠোর শাস্তি দেওয়া হয়নি। বিদ্যুৎ, পানি ও গ্যাসের মূল্য কমানো উচিত ছিল। উল্টো অনুমান ভিত্তিক অধিক বিদ্যুৎ বিল আরোপ করে মানুষের ওপর জুলুম করা হয়েছে। এ সরকার মানুষের দুঃখ কষ্টের কথা বুঝতে সক্ষম নয়। তাই বিভিন্নভাবে মানুষের ওপর জুলুম করে যাচ্ছে তারা। এটা কল্যাণ বয়ে আনবে না।

সর্বশেষ খবর