শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

চিকিৎসকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে

-অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব

চিকিৎসকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে

করোনায় সেবা দেওয়া চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণ জরুরি বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব। তিনি বলেন, যারা করোনা চিকিৎসা সেবা দিচ্ছেন তাদের এ বিষয়ে কোনো প্রশিক্ষণ নেই। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ নেওয়া জরুরি। তা ছাড়া চিকিৎসা সেবা দেওয়ার সময় পিপিইসহ মানসম্পন্ন সুরক্ষাসামগ্রীও তাদের ব্যবহার করতে হবে। মানহীন সুরক্ষাসামগ্রী ব্যবহার করলে আক্রান্ত হতে পারেন- এটাই স্বাভাবিক। করোনা চিকিৎসা সেবায় চিকিৎসকদের নানামুখী সংকট নিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। ডা. রশিদ-ই-মাহবুব আরও বলেন, সবাই করোনা চিকিৎসা করাতে গিয়ে আক্রান্ত হন না, কিংবা মারা যান না। অনেক অবসর নেওয়া চিকিৎসকও আক্রান্ত হচ্ছেন কিংবা মারা যাচ্ছেন। সাধারণ মানুষ যেভাবে মারা যায় বা আক্রান্ত হয় চিকিৎসকদের ক্ষেত্রেও তাই হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক এই সভাপতি বলেন, ট্রিটমেন্টের সময় অবশ্যই চিকিৎসকদের পিপিইসহ সব সুরক্ষাসামগ্রী সঠিক ব্যবহার করতে হবে। তাদেরও সঠিকভাবে তদারকি করতে হবে। মানহীন সুরক্ষাসামগ্রীও চিকিৎসকের আক্রান্তের বা মারা যাওয়ার কারণ হতে পারে। এ ক্ষেত্রে সুরক্ষাসামগ্রীগুলো অবশ্যই হতে হবে মানসম্মত। চিকিৎসা দিতে গিয়ে যেসব চিকিৎসক মারা যাচ্ছেন, সেখানে তারা যে পদ্ধতিতে চিকিৎসা সেবা দেওয়ার কথা তা হয়তো করতে পারছেন না। এজন্যই বলছি, পর্যাপ্ত ট্রেনিংয়ের প্রয়োজন। সেখানে হয়তো কোনো দুর্বলতার কারণেই চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন বা মারা যাচ্ছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকারকেও মানাতে বাধ্য করতে হবে। এ দুই পক্ষ যদি ঠিক না থাকে তাহলে তা ওপরওয়ালার হাতেই ছেড়ে দিতে হবে। এখন সামাজিক সংক্রামক চলছে। সরকার নিয়ন্ত্রণে আনতে না পারলে একটি সময় এমনিতেই শেষ হয়ে যাবে। তখন হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। তাই সরকারকে যতটুকু পারা যায় কমিয়ে আনার চেষ্টা করতে হবে। তবে আমার মনে হচ্ছে, জনভোগান্তি তাড়াতাড়ি শেষ হবে না।

সর্বশেষ খবর