শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনার হাসপাতালগুলো করোনা উপযোগী হয়নি

-অধ্যাপক ডা. মু. হানিফ

করোনার হাসপাতালগুলো করোনা উপযোগী হয়নি

শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মু. হানিফ বলেছেন, করোনায় প্রতিটি রোগীর জন্য যে মানের হাসপাতাল হওয়ার কথা তা আমাদের এখানে নেই। একজন রোগী থেকে আরেকজন রোগীর যে দূরত্ব থাকার কথা তা এখানে নেই। অনেক সময় রোগী বা তার স্বজনরা করোনা গোপন রাখেন। এ কারণে চিকিৎসকরাও শুরুতে বুঝতে পারেন না। এরপর তারা রোগীকে ভর্তি করে পরীক্ষা করান। যদি তারা আগেই জানতেন তাহলে ওই রোগীকে শুরুতেই আইসোলেশনে রাখা যেত। এ কারণে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী এমনকি আশপাশের অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে এখনো করোনা হাসপাতালগুলো চিকিৎসকদের উপযোগী হয়ে ওঠেনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। ঢাকা শিশু হাসপাতালের এই অধ্যাপক বলেন, দেশের বাইরে করোনায় আক্রান্তদের সেবায় হাসপাতালগুলোয় চিকিৎসকদের জন্য পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ব্যবহার করার সুযোগ রয়েছে। তারা একটার পর একটা পিপিই, গাউন, বুট বা নানা সুরক্ষাসামগ্রী পরিবর্তন করতে পারেন। একটার পর একটা নতুন সুরক্ষাসামগ্রী ব্যবহার করতে পারছেন। এ ধরনের ব্যবস্থা কিন্তু আমাদের দেশে নেই। আর তাদের সুরক্ষাসামগ্রীও অনেক উন্নতমানের। সেখানে আমাদের সুরক্ষাসামগ্রীর মান নিয়ে প্রশ্ন আছে। বিভিন্নভাবে এসব মানহীন সামগ্রী আসছে, যা যাচাই-বাছাই হচ্ছে না। এ কারণে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সম্মুখযোদ্ধারা বেশি আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন, নিয়ম হচ্ছে, একজন রোগী যখন হাসপাতালে আসছেন, তার জ্বর বা অন্য কোনো উপসর্গ আছে কিনা তা নির্ধারণ করা। উপসর্গ থাকলেই তাকে আলাদা করতে হবে। তাকে আইসোলেশন রুমে রাখতে হবে। সেখান থেকেই তার পরীক্ষা করা হবে। করোনা থাকলে করোনা ওয়ার্ড না থাকলে সাধারণ ওয়ার্ডে নিয়ে যেতে হবে। এখন এটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। এ কারণে চিকিৎসকদেরও ঝুঁকি বাড়ছে। অনেক জায়গায় করোনা ইউনিট নেই। সুরক্ষাসামগ্রী থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত যেভাবে গড়ে ওঠার কথা তা আমাদের এখানে হচ্ছে না। বাচ্চাদের ক্ষেত্রে করোনাকে বেশি গোপন রাখা হয়। বিষয়টা বাচ্চার স্বজনরা অনেক সময় বুঝতেও পারেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর