শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

আক্রান্ত দেড় লাখ ছাড়াল

জুনেই এক লাখ, দেড় লাখে পৌঁছল ১৪ দিনে

বিশেষ প্রতিনিধি

আক্রান্ত দেড় লাখ ছাড়াল

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী শুরুর ১১৭তম দিনে গতকাল শনাক্ত রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেল। এই দেড় লাখ রোগীর এক লাখই আক্রান্ত হন গত জুন মাসে। ৮ মার্চ প্রথম রোগী শনাক্তের পর থেকে ২ জুন পর্যন্ত ৫০ হাজার ছাড়িয়েছিল শনাক্ত রোগীর সংখ্যা। এরপর মাত্র ১৬ দিনে গত ১৮ জুন দেশে শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়। গতকাল তা দেড় লাখে পৌঁছতে সময় লাগল মাত্র ১৪ দিন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও চার হাজার ১৯ জন রোগী। এটিই এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৯২৬ জনে। আইডিসিআরের অনুমিত হিসাব অনুযায়ী এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও চার হাজার ৩৩৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৬ হাজার ৪৪২ জনে। গতকাল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত এক দিনে যারা মারা  গেছেন, তাদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ছয়জন নারী। ৩৩ জন হাসপাতালে এবং পাঁচজন বাড়িতে মারা গেছেন। এই ৩৮ জনের মধ্যে দুজনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। এছাড়া সাতজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, আটজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, দুজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, খুলনা ও রাজশাহী বিভাগে পাঁচজন করে, সিলেট ও বরিশাল বিভাগে দুজন করে এবং রংপুর বিভাগের একজন ছিলেন। ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৯৪৭টি। আগের নমুনাসহ এক দিনে ৭০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ৩৬২টি। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন চার হাজার ১৯ জন। পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৬ শতাংশ। এদিকে সারা দেশের কোথায় কোথায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলেন তার সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা : দিনাজপুর : জেলায় নতুন করে ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৩৮ জনে। এর মধ্যে পুরুষ ৪৫৬ জন, নারী ১৫৪ জন ও শিশু ২৮ জন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আটজন সুস্থসহ এ পর্যন্ত সুস্থ হলেন ৩৪১ জন। দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আবদুল কুদ্দুছ জানান, করোনায় আক্রান্ত নতুন রোগীদের মধ্যে দিনাজপুর সদরে সাতজন, বিরামপুরে ১১ জন, বীরগঞ্জে একজন, বিরলে একজন, বোচাগঞ্জে একজন, পার্বতীপুরে দুজন, ঘোড়াঘাটে একজন ও হাকিমপুরে একজন রয়েছেন। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ১২ জন। কুমিল্লা : চৌদ্দগ্রামে ২৬ জনসহ নতুন করে কুমিল্লা জেলায় ১৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৯৯ জন। কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনায় ৭৯ জন সুস্থসহ এ পর্যন্ত এক হাজার ৬১৩ জন সুস্থ হয়েছেন। এ দিন তিনজনসহ জেলায় মোট ১০৩ জন মারা গেছেন। যশোর : জেলায় নতুন করে ৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭০২-এ। আক্রান্তদের মধ্যে ১৯২ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং মারা গেছেন ১৩ জন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বৃহস্পতিবার তাদের পরীক্ষাগারে মোট ২৭৫টি নমুনা পরীক্ষা করে ৬৬টি নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে যশোরের ২৪১ নমুনায় ৬২ পজিটিভ এবং মাগুরার ৩৪টি নমুনার মধ্যে চারটি পজিটিভ পাওয়া যায়। ঝিনাইদহ : জেলায় নতুন করে আরও ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩৬ জন। কুষ্টিয়া ল্যাব থেকে আসা ৯৩টি রিপোর্টের ফলাফলে এসব তথ্য জানা গেছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৪ জন ও মৃত্যু হয়েছে ৫ জনের। চাঁদপুর : চাঁদপুরে আরও ৫২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে চাঁদপুর সদরে ৩২ জন, হাজীগঞ্জে পাঁচজন, ফরিদগঞ্জে ৯ জন, মতলব দক্ষিণে চারজন ও হাইমচরে দুজন। (মতলব দক্ষিণে পজিটিভের মধ্যে মৃত বেলায়েত হোসেন (৮৫) রয়েছেন) গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয়ে করোনা টেস্টের ৮৮টি রিপোর্ট এসেছে। তন্মধ্যে ৫২টি পজিটিভ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৭১ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন। এই পর্যন্ত সুস্থ হয়েছে ৩২৮ জন। নোয়াখালী : জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ১৮৯ জন। যার মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। বগুড়া : গতকাল নতুন করে ৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগীর সংখ্যা এখন তিন হাজার ৫২ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৫ জন, নারী ২৫ জন ও শিশু তিন জন রয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ১৩৩ জন। গতকাল অনলাইন ব্রিফিংয়ে বগুড়ার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫২ জন। এর মধ্যে মারা গেছেন ৫৩ জন এবং সুস্থ হয়েছেন ৮০২ জন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর