শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

গিফটের প্রলোভন দিয়ে ২২ লাখ টাকা হাতিয়ে নিল

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যমে সখ্য গড়ে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে তিন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাতে রাজধানীর বিমানবন্দর ও ভাটারায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুজন ক্যামেরুন এবং একজন কেনিয়ার নাগরিক। তারা হলেন- সোলেমান নিউগেন টেগমো বার্টিন (৪৭), নিউগেন টাওজার্জ ক্রস্টিয়ান (৩৮) এবং একোনগো আরনাস্ট ইব্রাহিম (৪২)। গতকাল দুপুরে সিআইডি  সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, গ্রেফতার তিনজনের কারও কাছে পাসপোর্ট নেই এবং তারা কোন দেশের নাগরিক তাও স্বীকার করছে না। তবে আমাদের মনে হয়েছে তারা ক্যামেরুনের নাগরিক। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন গিফট পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিত। এভাবে একজন ভুক্তভোগীর কাছ থেকেই ২২ লাখ ৬৮ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন উন্নত দেশের নাগরিক পরিচয় দিয়ে ফেসবুকে সম্পর্ক গড়ে এক পর্যায়ে দামি উপহার পাঠানোর কথা বলে নানা অজুহাত দেখিয়ে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেয় এই প্রতারক চক্র। জেনিটরি নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে ফয়সাল নামে একজনের সঙ্গে চক্রটি সম্পর্ক গড়ে বলে জানান রেজাউল হায়দার। তিনি বলেন, জেনিটরি নিজেকে একজন আমেরিকান হিসেবে পরিচয় দেয় এবং ফয়সালকে ডিপ্লোমেটিক কুরিয়ার এজেন্টের মাধ্যমে উপহার পাঠাবে বলে জানায় এবং তার কাছ থেকে ২২ লাখ ৬৮ হাজার টাকা হাতিয়ে নেয়। চক্রের সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর