শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

মঠবাড়িয়ায় এমপির স্বেচ্ছাচারের প্রতিবাদে ঝাড়ুমিছিল

এমপি বললেন, দোষীরাই মিছিল করছে

পিরোজপুর প্রতিনিধি

মঠবাড়িয়ায় এমপি ডা. রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে একাট্টা হয়েছেন উপজেলা ও সংসদীয় আসন এলাকার সব কজন ইউপি চেয়ারম্যান। এমপির স্বেচ্ছাচারের প্রতিবাদে ঝাড়ুমিছিল করা হয়েছে মঙ্গলবার। চেয়ারম্যানরা সংবাদ সম্মেলনে এমপির বিরুদ্ধে তুলে ধরেছেন নানা অভিযোগ। অভিযোগকারী চেয়ারম্যানদের মধ্যে একজন এমপি রুস্তম আলী ফরাজীর আপন ভাই। জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পড়ে শোনান উপজেলা  চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন। এর আগে সন্ধ্যায়  চেয়ারম্যানদের নেতৃত্বে এমপির বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও পথসভা করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের সব কর্মকান্ডে এমপি হস্তক্ষেপ করেন। তার ক্ষমতার অপব্যবহারের ফলে এডিপির কাজের টেন্ডার বাতিল হয়ে গেছে। এমপি তার স্বার্থে কাজ না করলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি দেন। অভিযোগ করা হয় ২০১৯-২০২০ অর্থ বছরের এডিবির উন্নয়ন খাতের ৬০ লাখ টাকা এমপির ক্ষমতার অপব্যবহারের কারণে ফেরত গেছে। এ ব্যাপারে এমপি ডা. রুস্তম আলী ফরাজী বাংলাদেশ প্রতিদিনকে জানান, ঠিকাদারি কাজে তার কোনো সংশ্লিষ্টতা নেই। ওই কাজের একটি কমিটি আছে। তাতে উপজেলা চেয়ারম্যান সিলেকশন কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সদস্য ও উপজেলা এলজিইডির প্রকৌশলী সদস্য সচিব। আর ওই কাজের টেন্ডারের অনিয়মের অভিযোগ এনে স্থানীয় ঠিকাদারের পক্ষে তার আইনজীবীর লিগ্যাল নোটিসে ওই কাজের টেন্ডার নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। এমপি আরও জানান, অনিয়মের সঙ্গে জড়িতরা আমার ভাবমূর্তি ক্ষুণœ করতে করোনার মধ্যেও আইন অমান্য করে মিটিং-মিছিল করেছে। এডিবির উন্নয়ন খাতের টাকা ফেরত যাওয়ার জন্য দায়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে, গত ২৫ জুন  উপজেলায় এডিপির আওতায় ১২ প্যাকেজের প্রায় ৬১ লাখ টাকার একটি টেন্ডার হয়। ওই টেন্ডারে অনিয়মের অভিযোগ এনে টেন্ডার বাতিলের দাবিতে ঠিকাদাররা পরের দিন ২৬ জুন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ সময় তারা উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ জসীমের অপসারণ দাবি করেন। ওই টেন্ডার কেন বাতিল করা হবে না এ মর্মে স্থানীয় ঠিকাদার মো. লোকমান হোসেন খানের পক্ষে গত ২৯ জুন অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র বেপারী ওই টেন্ডারের প্রজেক্ট সিলেকশন কমিটিকে লিগ্যাল নোটিস পাঠান। এদিকে সময়মতো কাজ না হওয়ায় ওই কাজের জন্য বরাদ্দকৃত তহবিল ৩০ জুন ফেরত যায়। এমপির বিরুদ্ধে মিছিল ও সংবাদ সম্মেলনে থাকা আপন ভাইয়ের বিষয়ে ডা. রুস্তম আলী ফরাজী বলেন, ‘ওর মুখ আমি পাঁচ বছর দেখি না।’

সর্বশেষ খবর