শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

ঢাবিতে ছাত্রলীগ ছাত্রদল পাল্টাপাল্টি হামলার অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের অনুসারীদের মারধরের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে উল্টো নিজেদের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ এনেছে ছাত্রদল। তানভীর হাসান সৈকত অভিযোগ করেন, সন্ধ্যা হলেই টিএসসি বহিরাগত লোকে ভরে যায়। এ জন্য আমাদের কয়েকজন স্বেচ্ছাসেবক, কোনো কোনো দিন প্রক্টরিয়াল টিম তাদের চলে যাওয়ার জন্য মাইকিং করে। বুধবার সন্ধ্যায় ছাত্রদলের সেক্রেটারি শ্যামলসহ তাদের নেতা-কর্মীরা টিএসসিতে এসে ভিড় করেছিল। এদিন জসীম উদ্দিস হলের সাবেক জিএস ইমাম হোসেন মাইকিং করছিল। এ সময় একটি প্রাইভেটকারে বসা ছাত্রদল নেতা মাহফুজকে চলে যেতে অনুরোধ করে ইমাম। কিন্তু সে যেতে অস্বীকার করে। ইমাম তাকে জিজ্ঞেস করে সে ক্যাম্পাসের কিনা। মাহফুজ ক্যাম্পাসের জানালে ইমাম তাকে আবারও চলে যেতে বলে। এ পর্যায়ে মাহফুজ গাড়ি থেকে নেমে এসে ইমামকে চড়-থাপ্পড় মারতে থাকে। পরে তার সঙ্গে ছাত্রদলের অন্য নেতা-কর্মীরাও যোগ দেয়। ইমামকে বাঁচাতে গিয়ে শাহাদ আমিন ও মানিক নামে আরও দুজন আহত হয়েছেন।

তবে, মারধরের অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমানুল্লাহ আমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সৈকত ও তার অনুসারীরা মাহফুজকে টিএসসি এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেয়, কিন্তু মাহফুজ তাদের কথা না মানলে বাকবিতন্ডার একপর্যায়ে সৈকত ও তার অনুসারীদের নিয়ে মাহফুজকে লাঠিসোটা দিয়ে আঘাত করে এবং সে গুরুতর আহত হয়।

সর্বশেষ খবর