শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা জরুরি

--- মির্জ্জা আজিজুল ইসলাম

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা জরুরি

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। করোনা নিয়ন্ত্রণে সরকারের কর্মকান্ড নিয়ে অব্যবস্থাপনা ও অদক্ষতা রয়েছে। এখন অর্থনীতি স্বাভাবিক করার চিন্তা করা খুবই কঠিন। কারণ কতদিন চলবে করোনা সংকট তা বোঝা যাচ্ছে না। অর্থনীতি সচল করতে হলে দ্রুত করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হবে।

বাংলাদেশ প্রতিদিনকে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, অর্থনীতি বাঁচিয়ে রাখতে প্রণোদনা ঘোষণা করা হয়েছে। তা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। প্রণোদনার প্রয়োজন ছিল। সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই প্রণোদনা কতটুকু অবদান রাখতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখা যেমন জরুরি। তেমনি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখাও জরুরি। টাকা দিয়ে প্রতিষ্ঠান বাঁচিয়ে সরবরাহ ব্যবস্থা যদি ঠিক না থাকে তা ধরে রাখা যাবে না। এভাবে যদি সংক্রমণ চলতে থাকে আর্থিক কর্মকান্ডের অন্যান্য প্রক্রিয়া কোনোভাবেই সচল থাকবে না। ফলে এখন আমাদের সামনে জরুরি হলো করোনা সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা। এ জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করতে হবে। কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশৃঙ্খলভাবে যা করা হচ্ছে, তাতে কতটুকু উন্নতি হবে আমরা কেউ জানি না। তিনি আরও বলেন, প্রণোদনা হয়তো আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে। পুরো উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক করতে প্রণোদনা বাড়ানোর বিকল্প নেই। তবে এখনই বাড়ানোর সময় হয়তো হয়নি। রপ্তানি বাণিজ্য যেভাবে বন্ধ রয়েছে, তা স্বাভাবিক পর্যায়ে আনতে হলে প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখাও জরুরি।

 

সর্বশেষ খবর