শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

রুটিন ওয়ার্কে হবে না গতি বাড়াতে হবে

--- ড. সালেহউদ্দিন আহমেদ

রুটিন ওয়ার্কে হবে না গতি বাড়াতে হবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সংকট কাটিয়ে অর্থনীতি কোন পর্যায়ে পৌঁছেছে ছয় মাস পর পুরোপুরি বোঝা যাবে। তবে অর্থনীতি স্বাভাবিক করতে যে গতিতে কাজ করার কথা তা হচ্ছে না। বিশেষ করে প্রণোদনা বাস্তবায়নের কাজ হচ্ছে খুবই ধীরগতিতে। প্রতিদিনের রুটিন ওয়ার্ক দিয়ে কাজ হবে না। এখন সবাইকে জরুরি এবং দ্রুতগতিতে কাজ করতে হবে। তা সরকারি পর্যায় থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত।

সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের সংকট চতুর্মুখী। ব্যাংক ব্যবস্থা, রাজস্ব আয় নিম্নগতি, রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার মতো অর্থনৈতিক কর্মকান্ড সংকটের মধ্যে রয়েছে। এখন পুরো অর্থনীতি স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। শিল্প-কারখানা যদি উৎপাদন শুরু করতে না পারে তাহলে রাজস্ব আসবে না। শিল্প-কারখানা উৎপাদনে আনতে হলে দ্রুত প্রণোদনা বাস্তবায়ন জরুরি। কিন্তু প্রণোদনা ঘোষণার পর থেকে এখন পর্যন্ত যে গতিতে কাজ হচ্ছে তা অন্যান্য রুটিন কাজের মতো। তিনি বলেন, জানামতে ২০ হাজার কোটি টাকার এসএমই তহবিলে এখন পর্যন্ত ব্যাংকগুলো ঋণ দিয়েছে মাত্র ৫০ থেকে ৬০ কোটি টাকা। তাহলে বাকি ঋণ কবে বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, এখন কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি ঋণ দেয় তাহলে ব্যবসায়ীরা তা পাবেন না। তবে ঋণ বাস্তবায়নে যেমন সতর্ক থাকতে হবে, তেমনি দ্রুত কাজ করতে হবে। আবার মনিটরিং করতে হবে। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সব প্রকল্পের নজরদারি দরকার। কারণ অনেকে ঋণ নিয়ে অন্য কাজে ব্যয় করতে পারেন। এখন রেমিট্যান্স বেশি এসেছে। কিন্তু এই গতি কতদিন থাকবে এখনো বোঝা যাচ্ছে না। তাই সামনে আরও ঝুঁকি আছে। সবাইকে তা ভেবে পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ খবর