শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

দরকার স্বাস্থ্য খাতে সর্বশক্তি নিয়োগ

--- ড. জাহিদ হোসেন

দরকার স্বাস্থ্য খাতে সর্বশক্তি নিয়োগ

বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, জোড়াতালি দিয়ে অর্থনীতি স্বাভাবিক গতিতে ফেরানো যাবে না। বাজেট প্রণয়ন ও প্রণোদনা দিয়ে যেভাবে অর্থনীতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে তা সঠিক পদ্ধতি নয়। গোড়া যদি ঠিক না হয়, তাহলে বাকি কিছুই ঠিক করা যাবে না। আমাদের অর্থনীতি স্বাভাবিক করার পূর্বশর্ত হয়ে দাঁড়িয়েছে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ। এখন দরকার স্বাস্থ্য খাতে সর্বশক্তি দিয়ে করোনাকে নিয়ন্ত্রণ করা। ভবিষ্যতে রাজস্ব আরও কমবে। প্রবৃদ্ধি পুরোপুরি অপ্রাসঙ্গিক এখন। স্বাস্থ্য খাতে সর্বশক্তি নিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ না করে অর্থনীতি ঠিক করার কোনো পরিকল্পনাই কার্যকর হবে না। নতুন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, দেশে অন্যান্য সময়ের মতো সাধারণ বাজেট প্রণীত হয়েছে। এই বাজেট দিয়ে অর্থনীতি স্বাভাবিক হবে না। বাংলাদেশ প্রতিদিনকে বিশিষ্ট অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সবার আগে উদ্যোক্তা, বিনিয়োগকারী ও ক্রেতাদের আস্থা ফেরানো জরুরি। দেশে যেভাবে করোনা সংক্রমণ হচ্ছে, তাতে কেউ আস্থাশীল হবেন এমন লক্ষণ দেখা যাচ্ছে না। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ প্রায়। বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক করতে হলে আমাদের নিশ্চয়তা দিতে হবে করোনা সংক্রমণের নিয়ন্ত্রণ। এখানে এভাবে যদি সংক্রমণ বাড়তে থাকে, তাহলে কোন দেশ আসবে আমাদের সঙ্গে বাণিজ্য করতে? কেউ আসবে না। তিনি বলেন, সরকার প্রণোদনার বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ব্যাংক নিজেও ব্যবসা প্রতিষ্ঠান। সে যদি মুনাফা করতে না পারে কীভাবে নতুন ঋণ দেবে। যেখানে ধনী দেশ হিমশিম খাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেখানে আমাদের ব্যাংকগুলোর তেমন কোনো সক্ষমতা নেই। আগে থেকেই ব্যাংকিং খাতে নানা সংকট রয়েছে। এখন এই বিশেষ পরিস্থিতি মোকাবিলা তারা কীভাবে করবে? সরকার বাজেট দিয়েছে। বাজেট দেখে মনেই হয়নি দেশে কোনো করোনা সংকট রয়েছে। অন্যান্য সময়ের মতো সাধারণ একটি বাজেট প্রণীত হয়েছে। এই বাজেট দিয়ে অর্থনীতি স্বাভাবিক হবে না।

সর্বশেষ খবর