শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন জেলায় সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে তিনজন, চাঁদপুরে দুজন, কুমিল্লায় ছয়জন, রাঙামাটিতে একজন, মৌলভীবাজারে একজন, সিলেটে একজন, বরিশালে চারজন  মারা যান। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। করোনা সন্দেহে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করাও হচ্ছে। অনেককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী- রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ব্যাংক কর্মকর্তাসহ আরও তিনজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ভোর ৪টার মধ্যে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। মৃত ব্যক্তিরা হলেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার নগরীর মহিষবাথান এলাকার এখলাসুর রহমান (৪০), নগরীর রামচন্দ্রপুর এলাকার আশরাফ আলীর স্ত্রী শামীমা বেগম (৪৮) এবং তেরোখাদিয়া এলাকার মেরাজুল ইসলাম (৪০)। জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে মারা যান রাকাবের প্রিন্সিপাল অফিসার এখলাসুর রহমান। তিনি উপসর্গ নিয়ে ২৯ নম্বর করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে কিছু সময়ের ব্যবধানে  নুরুল ইসলাম মিয়াজী (৭০) ও আবু তাহেরের (৬০) মৃত্যু হয়। ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের মৃত নুরুল ইসলাম মিয়াজী এবং গল্লাক বাজার শ্রীকালিয়া এলাকার বাসিন্দা মৃত আবু তাহের। কুমিল্লায় উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা যান চাঁদপুরের ফরিদগঞ্জের আবদুর রশিদ (৮৫), একই এলাকার হাসিনা বেগম (২৭), কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা গ্রামের আবদুল হামিদ (৪৫)। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যান কুমিল্লা সদর দক্ষিণের আবুল হোসেন (৪৫), কুমিল্লার মুরাদনগরের লাভলী বেগম (৭০), চাঁদপুর ফরিদগঞ্জের মনু মিয়া (৬০)। রাঙামাটির কাপ্তাইয়ে করোনা উপসর্গ নিয়ে আবারও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম অংসুইউ মারমা (৫৫)। গতকাল ভোরে কপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের বামনি বটতলী পাড়ায় তিনি মারা যান। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শরীরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কানু দাস (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল ভোরে চিকিৎসার জন্য সিলেট যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক (৬৯) মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কভিডের উপসর্গ নিয়ে আরও চার রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে এ চাজনের মৃত্যু হয়।

সর্বশেষ খবর