শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

আজ বিএসএমএমইউতে করোনা ইউনিটের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৩৭০ শয্যার ‘করোনা সেন্টার’ চালু হচ্ছে। করোনা আক্রান্তদের চিকিৎসাসেবায় আইসিইউসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনককান্তি বড়ুয়া বলেন, ৩৭০ শয্যার মধ্যে ‘কেবিন ব্লকে’ শয্যা ২৫০ এবং ‘বেতার ভবনে’ শয্যা ১২০টি। কেবিন ব্লকে ২৫০ শয্যার মধ্যে ইমারজেন্সি রোগীদের জন্য রয়েছে ২৪টি এবং আইসিইউ শয্যা ১৫টি। কেবিন ব্লকে ‘সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট’ স্থাপন করা হয়েছে। হাসপাতালসূত্রে জানা যায়, রোগীদের সেবা নিশ্চিত করার জন্য হাইফ্লো ন্যাসাল ক্যানোলা, নন ইনভেসিভ ভেনটিলেটর স্থাপন করা হয়েছে। প্রতিটি শয্যায় রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্টসহ অন্য চিকিৎসা সুবিধাসমূহ। মূলত গুরুতর অসুস্থ রোগীরাই এখানে ভর্তি হবেন।

সর্বশেষ খবর