শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

সৌদি থেকে ফিরলেন ৪১৫ জন, মিসর গেলেন ১৪০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের রিয়াদ থেকে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি। গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টায় চার্টার্ড ফ্লাইটটি যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান কর্তৃপক্ষ জানায়, কভিড-১৯ এর কারণে সৌদি আরবে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা ফিরতে পারছিলেন না। এমতাবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে নাগরিকদের দেশে ফিরিয়ে আনে। এদিকে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পৃথক একটি ফ্লাইটে মিসরের কায়রোর উদ্দেশে দেশ ছেড়েছেন ১৪০ বাংলাদেশি।

এদিকে করোনাভাইরাসের কারণে বিভিন্নভাবে আটকে পড়া ৩৯৫ প্রবাসী বাংলাদেশি কাতারের দোহা থেকে দেশে ফিরে আসছেন। গতকাল রাতেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমান জানায়, কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বাস্থ্যবিধি মেনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি শুক্রবার দুপুর ২টায় রওনা হয়েছে। ঢাকায় ফ্লাইটটি রাত ১০টা অবতরণের কথা।

সর্বশেষ খবর