শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

দেশে আরও ৪২ মৃত্যু নতুন আক্রান্ত ৩১১৪

বিশেষ প্রতিনিধি

দেশে আরও ৪২ মৃত্যু নতুন আক্রান্ত ৩১১৪

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও ৪২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৯৬৮ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১১৪ জনের শরীরে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। আইইডিসিআরের অনুমিত হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬০৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৬৮ হাজার ৪৮ জনে।

গতকাল করোনাভাইরাস সম্পর্কিত সবশেষ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১০ জন নারী। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে মারা গেছেন ১১ জন। মৃত্যুবরণকারীদের বয়স বিবেচনায় ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন রয়েছেন। অঞ্চল বিবেচনায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগে তিনজন করে, রংপুর বিভাগে চারজন এবং বরিশাল বিভাগের বাসিন্দা একজন ছিলেন। ডা. নাসিমা সুলতানা জানান, দেশে এখন মোট ৭১টি ল্যাবে করোনার টেস্ট করা হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় ফলাফল এসেছে ৬৩টি ল্যাব থেকে। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৮১টি, পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৫০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ১৭ হাজার ৩৪৭টি। এক দিনে টেস্টের তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ২৬ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ১৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ২৬ শতাংশ। সারা দেশের কোথায় কোথায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন এবং নতুন রোগী শনাক্ত হলেন এবং তার সবশেষ খবর জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা-দিনাজপুর : জেলায় গত ২৪ ঘণ্টায় এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্য হয়েছে। এ ছাড়া পার্বতীপুরে মৃত একজনসহ ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৭৫ জনে। এর মধ্যে পুরুষ ৪৮৬ জন, নারী ১৬১ জন ও শিশু ২৮ জন রয়েছে। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ৯ জন সুস্থসহ এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩৫০ জন। দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আবদুল কুদ্দুছ জানান, নতুন আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদরে ২১ জন, নবাবগঞ্জে একজন, খানসামায় তিনজন, বিরলে দুজন, চিরিরবন্দরে দুজন, পার্বতীপুরে ছয়জন, ফুলবাড়ীতে দুজন। বর্তমানে হোম আইসোলেশনে ২৯০ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৮ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেন ১৪ জন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিধবা নারী মোহনা। ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের মোহনা করোনা উপসর্গ নিয়ে ৩০ জুন হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয় এবং বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। ওই রাতেই তার নমুনার রিপোর্টে করোনায় পজিটিভ আসে। অপরদিকে পার্বতীপুরের মোস্তাক হোসেন করোনা উপসর্গ নিয়ে ২৯ জুন নিজ বাড়িতে মারা যান। পরে ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয় এবং বৃহস্পতিবার রাতে করোনায় রিপোর্ট পজিটিভ আসে। অপরদিকে, চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক জানান, চিরিরবন্দরের সাতনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুর রহমান করোনা উপসর্গে অসুস্থ হয়ে ৩০ জুন দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাতে তার করোনা রিপোর্টে পজিটিভ আসে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বগুড়া : জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীর (৫৭) মৃত্যু হয়েছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তার মৃত্যু হয়। তিনি নন্দীগ্রাম উপজেলার ভাটরা এলাকার বাসিন্দা এবং একই উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। রাজশাহী : রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের শিক্ষকসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। তারা হলেন রাজশাহী নগরের শাহমখদুম থানার জিয়া পার্ক এলাকার সেলিম মৃধা ও রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের প্রধান মাহাবুবে খোদা। রামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, রাত সাড়ে ১১টার দিকে মারা যান শাহমখদুম এলাকার ব্যবসায়ী সেলিম মৃধা। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এ ছাড়া রাত ১টা ৪০ মিনিটে ২৯ নম্বর করোনা ওয়ার্ডে মৃত্যু হয় নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের প্রধান মাহাবুবে খোদার। সিলেট : সিলেট বিভাগে আরও ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় তাদের করোনার সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে আক্রান্ত মানুষের সংখ্যা ৪ হাজার ৯৪৭।

সর্বশেষ খবর