শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

পুরুষ নীলগাইয়ের সঙ্গীবিহীন জীবন

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

পুরুষ নীলগাইয়ের সঙ্গীবিহীন জীবন

দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যান, যা সারা বাংলার এক সৌন্দর্যমন্ডিত ঐতিহাসিক দিঘি। দূর-দূরান্ত থেকে পর্যটকরা এই দিঘি ছাড়াও উত্তরাঞ্চলের একমাত্র পুরুষ নীলগাইটিকে দেখার জন্য ভিড় করতেন এ মিনি চিড়িয়াখানায়। কিন্তু এখন করোনাভাইরাসের কারণে বন্ধ বিনোদন কেন্দ্রগুলো। তাই মানুষের নেই কোলাহল আড্ডা। নিরিবিলি পরিবেশ এনেছে প্রকৃতির নতুন সাজে। আর এখানে       পর্যটকদের আনাগোনা বন্ধে ফুরফুরা মেজাজে দাপিয়ে বেড়াচ্ছে মিনি চিড়িয়াখানায় চিত্রা হরিণের পাল। কোলাহল নেই, নেই দর্শনার্থীদের বিরক্ত এমন পরিবেশ থেকে মুক্ত এই হরিণের পাল তাদের ইচ্ছামতো বন-জঙ্গলের মতো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রকৃতির এই নিরিবিলি পরিবেশে একমাত্র পুরুষ নীলগাইটির হয়তো মন ভালো নেই। সে বন্ধুবিহীন একাকিত্ব জীবন কাটাচ্ছে। সঙ্গীর অভাবে লাজুক প্রকৃতির এই বন্যপ্রাণীটি আরও ধীরস্থির হয়ে গেছে। কারও সঙ্গেই যেন ভাব নেই। এখন রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানার বসবাস উপযোগী এনক্লোজার (বেষ্টনী) এর ভিতরে দুর্লভ নীলগাইটি বাউন্ডারির পাশ দিয়ে মাঝে মাঝে উঁকি দেওয়ার চেষ্টা করছে, আর হাঁটছে। আবার দৌড়ও দিচ্ছে। কখনই যেন স্থির নয়। এখানে আনার পর লাজুক প্রকৃতির এ বন্যপ্রাণীটি প্রথমদিকে ধীরস্থির দেখা গেলেও পরে চঞ্চল প্রকৃতির হয়ে ওঠে। রামসাগর জাতীয় উদ্যানে গত বছরে নারী নীলগাইটি মারা যাওয়ার পর বিলুপ্তপ্রায় এ পুরুষ নীলগাইটির একাকিত্ব জীবন শুরু হয়। তবে দেখা দিয়েছে আবার তার একাকিত্ব জীবনের অবসানের। বিলুপ্তপ্রায় এ নীলগাইয়ের বংশবিস্তারের আবারও সুযোগ এসেছে। একাকিত্ব ঘোচানোর জন্য গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে স্ত্রী প্রজাতির নীলগাইয়ের কাছে পাঠানো হচ্ছে বলে জানা যায়। করোনাভাইরাসের কারণে নেওয়া বন্ধ রয়েছে বলে জানান ফরেস্টার ফসিউল আলম। যদিও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নীলগাইটিকে অন্যত্র নেওয়ার খবর মেনে নিতে দর্শনার্থীরা অখুশি। এ ব্যাপারে রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক ও রেঞ্জার সাদেকুর রহমান জানান, রামসাগর জাতীয় উদ্যানে একটি নারী নীলগাই থাকার কারণে পুরুষ নীলগাইটিকে নিয়ে আসা হয়। যাতে বিলুপ্তপ্রায় এই বন্যপ্রাণীটির বংশবিস্তার করা যায়। কিন্তু নারী নীলগাইটি গত বছর ১৬ মার্চ মারা যায়। এরপর থেকে পুরুষ নীলগাইটি একাকিত্বভাবে দিন কাটাতে শুরু করে। কিন্তু ২১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর ঠুঠাপাড়া সীমান্তে ভারত থেকে আসা স্ত্রী প্রজাতির একটি নীলগাই উদ্ধার হয়। পরে নীলগাইটিকে ওই রাতেই গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়। এরপর নীলগাইয়ের থাকার সব রকম সুযোগ-সুবিধা এবং প্রজননের কথা চিন্তা করেই রামসাগরের পুরুষ নীলগাইটিকে গত মার্চের প্রথম সপ্তাহে নেওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

সর্বশেষ খবর