শিরোনাম
রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনার প্রকোপ বাড়ছে মধ্যপ্রাচ্যে

ভারতে এক দিনেই ২২ হাজার আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

করোনার প্রকোপ বাড়ছে মধ্যপ্রাচ্যে

মধ্যপ্রাচ্যে প্রাণঘাতী করোনার প্রকোপ বাড়ছেই। ওমান, বাহরাইন ও কুয়েতের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশগুলোয় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এদিকে ভারতে এক দিনেই আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭১ জন। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৪ জন এবং মারা গেছেন ৮৫১ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৯২৯। এর মধ্যে মারা গেছেন ১৯৩ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ১৬৮ জন। এদিকে, বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪২৩ জন, মারা গেছেন দুজন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৩৫ জন। বাহরাইনে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৮৩৭। এর মধ্যে মারা গেছেন ৯৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ২২ হাজার ৫৮৩ জন। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৮১৩, মারা গেছেন একজন এবং সুস্থ হয়ে উঠেছেন ৮৮৬ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৬২৭ এবং মারা গেছেন ৩৬০ জন। এ ছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ২৭৬ জন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে ইরান। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৪২৯। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ২৬০ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৯৬ হাজার ৪৪৬ জন। এদিকে, সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ১৪১। এর মধ্যে মারা গেছেন ৩১৮ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ১৫৩ জন। সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ১ হাজার ৮০১। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৮০২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪০ হাজার ৬১৪ জন। গতকাল ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্যানুসারে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৩১৫। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের রেকর্ড হয়েছে। এক দিনেই প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭১ জন এবং মারা গেছেন ৪৪২ জন। ফলে এখন পর্যন্ত ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৫৫ জনের। সাত মাসের ব্যবধানে সোয়া ৫ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া কভিড-১৯-এ বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে শেষ ১০ লাখ শনাক্ত হয়েছেন মাত্র ছয় দিনে। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের উপাত্ত অনুযায়ী ২৮ জুন বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় বিশ্বে মোট শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ কোটি ১ হাজার ৫২৭। গতকাল বেলা সাড়ে ১১টায় ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ৭৪ হাজার ৮৭৮-এ। ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ অঙ্গরাজ্যেও শনাক্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় বিশ্বজুড়ে এক সপ্তাহের কম সময়ের মধ্যে ১০ লাখ নতুন রোগী মিলল। সংক্রমণ প্রতিরোধে দেওয়া বিধিনিষেধ শিথিলের সঙ্গে পাল্লা দিয়ে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে রোগীর সংখ্যায় উল্লম্ফন দেখা যাচ্ছে। শনাক্তকরণ পরীক্ষার আওতা বাড়ার কারণে উপসর্গহীন অনেক আক্রান্তও এখন তালিকায় যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

সর্বশেষ খবর