রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

চাকরি হারানোর হতাশায় আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে মহামারী করোনার সময় চাকরি হারিয়ে অভাব-অনটনে পড়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন আনোয়ার হোসেন মান্নান (৪৫)। তিনি গার্মেন্টকর্মী ছিলেন।

পল্লবী থানার এসআই মো. নুরে আলম জানান, আনোয়ার পরিবার নিয়ে মিরপুরের সেকশন-১১, ব্লক-এ, রোড-৫ এর ৫ নম্বর বাড়িতে থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক আনোয়ার মিরপুরের সেকশন-১০ এ অবস্থিত একটি গার্মেন্টে চাকরি করতেন। করোনার কারণে গত ১০-১৫ দিন আগে তার চাকরি চলে যায়। এ কারণে পরিবারের অভাব দেখা দেয়। মানসিক এই চাপ সহ্য করতে না পেরে গত ১ জুলাই সে বাসায় কীটনাশক পান করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ৩টার দিকে তিনি মারা যান। মৃত আনোয়ারের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইটাবো বাজার এলাকায়। এদিকে গতকাল ভোরে চকবাজারের একটি বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আসিয়া আক্তার শান্তা (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। চকবাজার থানার এসআই মাসুদুর রহমান জানান, চকবাজার খাজে দেওয়ান ১ম লেনের ২৮ নম্বর বাসার ২য় তলায় স্বামী আরিফুল হকের সঙ্গে থাকত শান্তা। এক বছর আগে তাদের বিয়ে হয়েছে। সে বরিশাল উজিরপুর উপজেলার আবুল কাশেম সরদারের মেয়ে। গত শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তারা। গতকাল ভোরে স্বামী আরিফুল উঠে তাকে রুমের ভিতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে জানতে পেরেছি, শান্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার রাগ-অভিমান বেশি ছিল। তবুও আমরা বিস্তারিত তদন্ত করে দেখছে।

সর্বশেষ খবর