সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

আগে অর্থনীতির অন্য খাত ঠিক করতে হবে

-ফারুক আহমেদ সিদ্দিকী

আগে অর্থনীতির অন্য খাত ঠিক করতে হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, এখন অর্থনীতির সব খাত সংকটে রয়েছে। সরকার ব্যবসা- বাণিজ্য সচল করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। ব্যাংকিং খাতের মাধ্যমে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু অগ্রাধিকার খাত হিসেবে শেয়ারবাজারকে বিবেচনায় নেওয়া হয়নি। ফলে শেয়ারবাজার আরও নিম্নমুখী হয়েছে। অর্থনীতির অন্যান্য খাত ঠিক না হওয়া পর্যন্ত শেয়ারবাজার স্থিতিশীল হবে না। বাংলাদেশ প্রতিদিনকে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, করোনা সংকটের কারণে বেশিরভাগ কোম্পানির উৎপাদন বন্ধ। আর্থিক সংকটে রয়েছে দেশের ব্যাংকিং খাত। এর মধ্যে সরকার বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংকিং চ্যানেল থেকে প্রচুর টাকা নেবে। এতে বেসরকারি শিল্প খাতে অর্থ সরবরাহ কমবে। যে প্রণোদনা দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হলে পুরনো ঋণ আদায় করতে হবে ব্যাংকগুলোকে। কিন্তু যেখানে উৎপাদন নেই। ফলে কেউ সহজে টাকা ফেরত দিতে পারাটা সম্ভব নাও হতে পারে। বাজারে সার্বিকভাবেই তারল্য সংকট বাড়বে। এতে শেয়ারবাজারেও প্রভাব পড়বে। তিনি আরও বলেন, শেয়ারবাজার এখন পুরোপুরি চালু করা উচিত। যেভাবে চলছে সেটা সাময়িক চলা। একটি সিলিং দেওয়া আছে। সিলিং তুলে দিতে হবে। সিলিং রেখে স্বাভাবিক লেনদেন হচ্ছে না। তবে সিলিং তুলে দিলেও একটি ঝুঁকি আছে। শেয়ারের দাম আরও কমে যেতে পারে। তবে এই ঝুঁকি নিতে হবে। পুরোপুরি ভাবে বাজার চালু না করলে আমরা বুঝতে পারব না কী হচ্ছে।

সর্বশেষ খবর