সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

ফ্লোর প্রাইসের কারণে অকার্যকর হয়ে গেছে

-আবু আহমেদ

ফ্লোর প্রাইসের কারণে অকার্যকর হয়ে গেছে

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, ফ্লোর প্রাইসের কারণে অনেকটা অকার্যকর শেয়ারবাজার। আগে ১০ শতাংশ সার্কিট ব্রেকার রেখে বাজারে লেনদেন হয়েছে। এখন ফ্লোর প্রাইস নির্ধারণ করে বাজারে নতুন সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে। এতে কেউ লেনদেন করতে পারছে না। বিদেশিরা বাজারে বিনিয়োগ করছে না। পৃথিবীর কোথাও এটা নেই। বাজার স্থিতিশীল করতে হলে দ্রুত ফ্লোর প্রাইসের এই সার্কিট তুলে দিতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে আবু আহমেদ বলেন, সাপ্লাই-ডিমান্ড ঠিক না থাকলে বাজার ঠিক থাকে না। এখন শেয়ারবাজারে সাপ্লাই-ডিমান্ড কোনোটাই ঠিক নেই। বিভিন্ন কোম্পানির মুনাফা কমেছে। ভবিষ্যৎ মুনাফাও কমার আশঙ্কা তৈরি হয়েছে। কোম্পানির মুনাফা না হলে বা কম হলে কেউ লভ্যাংশ দিতে পারবে না। করোনাকালীন পরিস্থিতি মোকাবিলায় নতুন সার্কিট দেওয়া হয়েছিল। দুই মাসের বেশি বন্ধ ছিল শেয়ারবাজার। এখন যেহেতু খুলে দেওয়া হয়েছে তাই স্বাভাবিক লেনদেন হতে হবে। দীর্ঘ মেয়াদে এভাবে আটকে রাখলে আরও ক্ষতি হবে শেয়ারবাজারের। তিনি আরও বলেন, বাজার থেকে ক্যাশ চলে যাচ্ছে। আগে যে জুয়া খেলা বলতাম সেটাও নেই। কেউ লেনদেন করতে পারছে না। জুয়া খেলা কীভাবে হবে। সরকার সরকারি ব্যাংকগুলোকে কাজে লাগাতে পারত। তারা বাজারকে সাপোর্ট দিলে বাজার অবশ্যই ঘুরে দাঁড়াবে। বিশ্ব বাজারের সঙ্গে সংগতি রেখে প্রয়োজনে ৫ শতাংশ পর্যন্ত আপ ডাউনের সার্কিট রেখে হলেও বাজারে স্বাভাবিক লেনদেন চালু করা উচিত।

সর্বশেষ খবর