সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে শর্ত তুলে দিতে হবে

-রকিবুর রহমান

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে শর্ত তুলে দিতে হবে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক মো. রকিবুর রহমান বলেছেন, শেয়ারবাজারে এখন ভয়াবহ তারল্য সংকটে পড়েছে। বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগেরও ওপর এক বছরের লকইন রেখে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। কোনো ধরনের শর্ত মেনে কেউ অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করবে না। তাই আমি আবেদন করব, স্থিতিশীল শেয়ারবাজারের স্বার্থে লকইনের শর্ত তুলে দেওয়া হোক। বাংলাদেশ প্রতিদিনকে রকিবুর রহমান বলেন, জানুয়ারিতে প্রধানমন্ত্রীর নির্দেশে তারল্যসংকট দূর করার জন্য প্রতিটি ব্যাংককে সহজ শর্তে মাত্র ৪ শতাংশ সুদে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার জন্য ২০০ কোটি টাকা করে দেওয়ার জন্য বলা হয়। এই টাকাটা নিতে যদি কোনো ব্যাংকের এক্সপোজার লিমিট ক্রস করে সেটা থেকে অব্যাহতিও দেওয়া হয়েছিল। অর্থাৎ এই টাকাটা ব্যাংকগুলোকে আগামী পাঁচ বছরের জন্য পুঁজিবাজারে বিনিয়োগের জন্য সুযোগ করে দেওয়া হয়েছিল। যদি কোনো ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ করার ফলে বছর শেষে লসও করে তাহলে তাকে ওই লস এর জন্য কোনো প্রভিশন করতে হবে না। অত্যন্ত সঠিক ও ভালো পদক্ষেপ। দুর্ভাগ্য হলো আজ ছয় মাসে এটি কার্যকর হয়নি। গত ছয় মাসে একটি সরকারি ভালো কোম্পানির শেয়ার ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে আসার কোনো ঘোষণাও আসেনি। তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল করতে ফ্লোর প্রাইসের নিয়ম তুলে দিতে হবে। বাজার এখন খুবই সংকটে আছে। বিদেশিদের কেউ বিনিয়োগ করতে পারছে না। কেউ শেয়ার বিক্রি করতে পারছে না। ডিএসই সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে ট্রেক বিক্রি সুপারিশ করেছে। সম্প্রতি ক্রেস্ট সিকিউরিটিজ নিয়ে যে ঘটনা ঘটেছে এমনটি আর না হয় সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেউ সামান্য টাকা দিয়ে ট্রেক নিয়ে যদি চলে যায় তাহলে বিনিয়োগকারীদের টাকার দায় কে নেবে? অবশ্যই ট্রেক নিতে হলে প্রতিটি প্রতিষ্ঠানের সিকিউরিটি থাকতে হবে। সেটা ১৫ কোটি হতে পারে। ২০ কোটি হতে পারে। কোনো সিকিউরিটি ছাড়া কাউকে ট্রেক দেওয়ার কথা চিন্তা করা হবে ভুল।

সর্বশেষ খবর