সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

সবুজময় সোহরাওয়ার্দী উদ্যান

মোস্তফা কাজল

সবুজময় সোহরাওয়ার্দী উদ্যান

সবুজময় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। এখানকার গাছ-গাছালিতে শোভা পাচ্ছে বাহারি ফুল। করোনাভাইরাস সংক্রমণের কারণে কয়েক মাস জনগণের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় উদ্যানের ঘাস সবুজ কার্পেটের আকার ধারণ করেছে। সেই সঙ্গে নানা প্রজাতির পাখির কোলাহলে বিরাজ করছে অপূর্ব এক পরিবেশ। গতকাল সরেজমিন দেখা গেছে, করোনাভাইরাসের সংক্রমণে হাজার হাজার সাধারণ মানুষ ঘরবন্দী থাকায় পুরো সোহরাওয়ার্দী উদ্যান ভিন্নরূপে সেজেছে। অনেকে বলছেন, উদ্যান যেন সবুজ গালিচায় মোহনীয় রূপ ধারণ করেছে। যেদিকে চোখ যায়, সেদিকেই সবুজ আর সবুজ। দীর্ঘসময় ঘাস না কাটায় উদ্যানের বিভিন্ন স্থানে ঘাস বড় হয়ে ধানখেতের রূপ নিয়েছে। ছোট-বড় অসংখ্য গাছ সবুজ পাতায় ছেয়ে গেছে। বিভিন্ন গাছে নানা রঙের ফুলের ছড়াছড়ি। এসব ফুলের মধ্যে গোলাপ, জবা, টগর ও হাসনাহেনা অন্যতম। এ ছাড়া সাধারণ মানুষের উপস্থিতি না থাকায় গাছে গাছে টিয়া, ময়না, বুলবুলি, কোকিল ও দোয়েলসহ বিভিন্ন পাখির কিচিরমিচির শোনা যায়। উদ্যানের বিভিন্ন পথে সাধারণ মানুষের পদচারণা না পড়ায় কাঠবিড়ালিদের নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে এ উদ্যান। উদ্যানের গ্লাস টাওয়ার সংলগ্ন লেকের পানিও এখন আগের চেয়ে অনেক স্বচ্ছ। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, তিন-চার দিন ধরে উদ্যানে নিয়মিত প্রাতঃভ্রমণকারীরা আসতে শুরু করেছেন। সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তাকর্মী মিলন মিয়া জানান, দাফতরিকভাবে এখনো উদ্যানে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে উদ্যানে নিয়মিত প্রাতঃভ্রমণে যারা আসতেন, তারা ভিতরে ব্যায়াম ও হাঁটাচলা করতে আসা শুরু করেছেন। তারা সবাই স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে আসছেন। তাদের কিছু না বললেও উদ্যানের ভিতর সাধারণ মানুষকে ঘুরতে দিচ্ছেন না নিরাপত্তারক্ষীরা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ২৪ মার্চ থেকে উদ্যানে জনসাধারণরে প্রবেশ বন্ধ রাখা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর