সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন জেলায় সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আরও ১২ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ছয়জন, নীলফামারীতে একজন, দিনাজপুরে একজন, মৌলভীবাজারে একজন ও  সাতক্ষীরায় তিনজন মারা গেছেন। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। করোনা সন্দেহে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করাও হচ্ছে। অনেককেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী- কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে আরও পাঁচজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ পাঁচজন মারা যান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। তারা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আবদুল হালিম (৬৮), চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টিপু সুলতান (৪৬), কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকার নূরজাহান বেগম (৮০), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর এলাকার মোশাররফ হোসাইন (৫৩) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার নুরুজ্জামান (৮৮)। এদিকে কুমিল্লার মনোহরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে জাহিদুল ইসলাম ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। করোনার ভয়ে ওই ব্যক্তির দাফনে এলাকাবাসী না আসায় মৃত্যুর ১৫ ঘণ্টা পর গতকাল বেলা ১১টার দিকে স্বেচ্ছাসেবী টিম বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে দাফন কার্যক্রম সম্পন্ন করেছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। নীলফামারীর সৈয়দপুরে গতকাল করোনা উপসর্গ নিয়ে আমিরুজ্জামান বাবু (৫২) নামের একজন মারা গেছেন। তিনি সংরক্ষিত আসনের এক এমপির ভাগ্নে। দিনাজপুরে এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জ¦র ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন দিনাজপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ফুটবল কোচ ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক  ফেরদৌস জাহাঙ্গীর মানিক। শনিবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বাসকষ্ট ও কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার এক যুবক (৩৮) মারা গেছেন। তার বাড়ি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে। ওই দিন রাতেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়ার আধা ঘণ্টার মধ্যে দুজনসহ চার ঘণ্টার ব্যবধানে তিনজন মারা গেছেন। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে তারা মারা যান। মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা শহরের এক বৃদ্ধ (৯৫), কলারোয়া উপজেলার এক গৃহবধূ (৪০) ও দেবহাটা উপজেলার এক নারী (৬০)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর