মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

সরকারি নির্দেশনা মানছে না ব্যাংক

-মুনতাকিম আশরাফ

সরকারি নির্দেশনা মানছে না ব্যাংক

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা এসএমই ব্যবসায় টাকার সরবরাহ না হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা বাঁচবে না, অর্থনীতিও সচল হবে না বলে মনে করেন এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি মুনতাকিম আশরাফ। এই ব্যবসায়ী নেতার অভিযোগ, ব্যাংকগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো সহযোগিতা করছে না। মানছে না সরকারি নির্দেশনাও। ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাঁচাতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকগুলো কোনো ভূমিকা রাখছে না। দু-একটা ব্যাংক নামমাত্র সহযোগিতা করছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন মুনতাকিম আশরাফ। তার দাবি- প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ নিয়ে একটি শ্রেণি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে এফবিসিসিআই বলেছে- যে সব ব্যাংক মানুষের পাশে দাঁড়াচ্ছে না, তাদের সরকারি আমানত প্রত্যাহার আর যারা পাশে দাঁড়াচ্ছে, তাদের আমানত বৃদ্ধি করা হোক। মানুষের পাশে দাঁড়ানোর বাধা সৃষ্টিকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে শাস্তিমূলক ব্যবস্থার বিধান নিশ্চয়ই আছে। পেশাদার ব্যাংকার জানেন সহযোগিতার হাত কি করে বাড়াতে হবে। তাই প্রণোদনা বাস্তবায়নে ব্যাংকারদের কোন যৌক্তিক সমাধান প্রয়োজন হলে, আমরা একসাথে সমাধান করবো। তিনি নতুন বাজেটের আলোকে ক্ষুদ্র ব্যবসায়ীদের দ্রুত ঋণ প্রদানের আহ্বান জানিয়ে বলেন- চলতি ২০২০-২০২১  অর্থবছরের জাতীয় বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ২ হাজার কোটি টাকা ঋণের ব্যবস্থা করেছে সরকার। চার আর্থিক প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে এই ঋণ দেওয়া হবে। কৃষি ও কৃষি সংশ্লিষ্ট উৎপাদন ও সেবা, ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্র ও কুটির শিল্প ইত্যাদি গ্রামের দরিদ্র কৃষক, বিদেশ ফেরত প্রবাসী শ্রমিক, প্রশিক্ষিত তরুণ ও বেকার যুবাদের গ্রামীণ এলাকায় ব্যবসা ও আত্মকর্মসংস্থানমূলক কাজে স্বল্প সুদে ঋণ বিতরণের ব্যবস্থা করবে সরকার। চারটি প্রতিষ্ঠানে ৫০০ কোটি টাকা করে মূলধন দেয়া হয়েছে। এ প্রতিষ্ঠানগুলো দ্রুত ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সরবরাহ শুরু করলে, অনেকটা স্বস্তি মিলবে বলে মনে করেন মুনতাকিম আশরাফ।

সর্বশেষ খবর