মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল পাঁচজন মারা গেছেন। এর মধ্যে দুজনের করোনা পজিটিভ ছিল এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল সব মিলে উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। এর মধ্যে ফরিদপুরে একজন, চাঁদপুরে দুজন, ফেনীতে একজন, কুমিল্লায় দুজন, গোপালগঞ্জে একজন ও নওগাঁয় একজন মারা গেছেন। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। করোনা সন্দেহে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করাও হচ্ছে। অনেককেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঢাকা মেডিকেলে মৃত্যু ৫ জনের : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রবিবার বিকাল থেকে গতকাল সোমবার বিকাল পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন করোনা পজিটিভ। মৃত ব্যক্তিরা হলেন- মো. বেদের (৪১), বাতেন (৫২), মো. সাক্কর (৭০), বাবু চৌধুরী (৭৬) ও জমিলা (৭৫)। জেলায় জেলায় ৮ জনের মৃত্যু : আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী- ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন (৫৫) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। রবিবার চিকিৎসক দেখাতে গিয়ে বরিশালের একটি আবাসিক  হোটেলে ওঠেন। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হলে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন ও ফরিদগঞ্জে একজন মারা গেছে। তাদের একজন রবিবার বিকালে ও অন্যজন রাতে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে উভয়ের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক হকার্স-এর প্রকাশক ও সম্পাদক নুরুল করিম মজুমদার (৬৫) রবিবার রাতে ফেনী জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গে ১৮ বছরের এক কিশোরীসহ আরও দুজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন। তারা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলঘর এলাকার মো. কাউছারের মেয়ে সুরাইয়া আক্তার (১৮) এবং কুমিল্লার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে আবদুর রহিম (৬২)। করোনার উপসর্গ জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নওগাঁর মান্দা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মো. জসিম উদ্দিন (৭৮) মারা গেছেন। গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোপালগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আবুল হাসান মুন্সি (৬০) নামে সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সর্বশেষ খবর