মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

প্রাথমিকে নিয়োগ পাবেন আরও ৪০ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিকে আরও ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কভিড-১৯-এর প্রাদুর্ভাব কিছুটা স্বাভাবিক হলে এ নিয়োগ কার্যক্রম শুরু হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এরই মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে প্রাক-প্রাথমিকে ভর্তিতে শিশুদের বয়স ৪ ও মেয়াদকাল দুই বছর করা হয়েছে। এ কারণে বাড়তি শিক্ষক প্রয়োজন হচ্ছে। সারা দেশে এ স্তরে নতুন ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৪ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে ৪০ হাজার শিক্ষক দরকার হবে। শিক্ষক নিয়োগের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিসভায় পাস হয়েছে বলেও জানা গেছে।

সর্বশেষ খবর