বুধবার, ৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আ স ম মাসুম, যুক্তরাজ্য

করোনা সংকটে অনেক কেয়ার হোম সরকারি নিয়ম অনুসরণ করেনি বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একে কাপুরুষোচিত আখ্যা দিয়ে এ জন্য তার ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিছু মৃত্যু নানান প্রশ্ন উত্থাপন করেছে। হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে পার্সনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিইর অভাবে তুলনামূলক বেশি বিএএমই কমিউনিটির ডাক্তার, নার্সসহ কেয়ার ওয়ার্কারের মৃত্যু এবং হাসপাতালে বিএএমই তথা এশিয়ান মানুষের রহস্যজনকভাবে করোনা মৃত্যু নিয়ে সংবাদ মাধ্যমে নানান প্রশ্ন এবং বিতর্ক ও সমালোচনা অব্যাহত রয়েছে। এ নিয়ে তদন্ত করেও চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করেনি ১০ নং ডাউনিং স্ট্রিট। অন্যদিকে হাসপাতালে নেওয়ার পর কেয়ার হোমে থাকা করোনা রোগীদের ততটা গুরুত্ব না দেওয়া, কেয়ার ওয়ার্কার এবং রোগীদের সুরক্ষায় পিপিই না দেওয়া, সময়মতো তাদের টেস্ট না করা ইত্যাদি বিতর্ক, সমালোচনা সংবাদ মাধ্যমে থাকলেও প্রধানমন্ত্রী বরিস জনসন কখনো এই বিতর্কে জড়িত ছিলেন না। তবে সোমবার কেয়ার হোমকে জড়িয়ে করোনা সংক্রান্ত এক মন্তব্য করে ব্যাপকভাবে পাল্টা সমালোচনার মুখে পড়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, করোনা সংকটে কিছু কিছু কেয়ার হোম সরকারের করোনা পলিসি অনুসরণ করেনি। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ করেছে ব্রিটেনের কেয়ার সেক্টর। মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য দাবি উঠেছে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে আনাড়ি এবং কাপুরুষোচিত বলেও উল্লেখ করেছেন কেয়ার হোমের পরিচালক এবং নেতারা। প্রধানমন্ত্রী বরিস জনসন এই মন্তব্যের মাধ্যমে কেয়ার ওয়ার্কারদের অপমান করেছেন বলে দাবি করেছে দ্য ন্যাশনাল কেয়ার ফোরাম।

লেবার পার্টির শেডো কেয়ার মিনিস্টার লিজ ক্যান্ডল প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, এই মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী কেয়ার ওয়ার্কারদের ছুড়ে ফেলে দিলেন। কিন্তু কাউকে দোষারোপ না করে এখানে কোনো সমস্যা থাকলে তা সমাধান করা উচিত ছিল সরকারের। যদিও বিজনেস সেক্রেটারি অলক শর্মা প্রধানমন্ত্রীকে সমর্থন করে বলেছেন, প্রধানমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।

উল্লেখ্য, ইংল্যান্ড এবং ওয়েলসে এ পর্যন্ত  প্রায় ৩০ হাজারের বেশি কেয়ার হোম রেসিডেন্ট মারা গেছেন বলে ওএনএসের রিপোর্টে বলা হয়েছে।

সর্বশেষ খবর