বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

ব্যবসা মন্দায় ভাত জোটানোই দায়

-মনিরুজ্জামান মনি

কাজী শাহেদ, রাজশাহী

ব্যবসা মন্দায় ভাত জোটানোই দায়

রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি বলেছেন, করোনার কারণে জীবন-জীবিকা নিয়ে সব পেশার মানুষ উৎকণ্ঠার মধ্যে আছে। যে মানুষটা আগে দিনে দুই থেকে আড়াই হাজার টাকার কেনাবেচা করত, তার বিক্রি এখন ঠেকেছে ৫০০-৬০০ টাকায়। এই টাকায় কোনো লাভই হয় না। অনেকের সংসারে তাই টান পড়েছে। দীর্ঘদিন ব্যবসা মন্দা থাকায় পেটের ভাত জোটানোই এখন দায় হয়ে পড়েছে। অনেকে অন্য কাজের জন্য যে সঞ্চয় করেছিলেন, সেখানে হাত দিয়েছেন। এখন যা হচ্ছে তাতে দোকানের পুঁজি শেষ হওয়ার পথে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মনিরুজ্জামান মনি। তিনি বলেন, করোনা দুর্যোগে পিষ্ট হয়ে মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস উঠছে। নিম্নবিত্তরা হাত পাতছেন অন্যের কাছে। আর ব্যবসায়ীরা না পারছেন হাত পাততে, না পাচ্ছেন সরকারের দেওয়া সুবিধা। করোনায় ব্যবসা বন্ধ হওয়ার পথে। এভাবে আর কিছুদিন চললে অনেক দোকানদার তাদের কর্মচারীদের ছাঁটাই করতে বাধ্য হবেন। মনিরুজ্জামান মনি বলেন, রাজশাহী অঞ্চলে যারা নিম্ন মধ্যবিত্ত তারা হতাশার মধ্যে বসবাস করছেন। তাদের বেশিরভাগ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নির্ভর। দেখা গেছে তাদের বেশিরভাগ করোনা মহামারীতে চাকরি হারিয়েছেন। আবার যারা টিকে আছেন তাদের বেতনও হয়ে গেছে অর্ধেক। যারা ব্যবসা করেন, তাদের সংখ্যাও এখন কমেছে। উদ্যোক্তা না থাকায় বেসরকারি খাতে চাকরির সুবিধা কমেছে। এখন বিনিয়োগ ও চাকরির কোনো সুবিধাই নেই। রাজশাহীতে বড় শিল্প নেই। তবে ক্ষুদ্র ব্যবসায়ী, নারী উদ্যোক্তারা পথে বসেছেন। সরকার যে প্যাকেজ ঘোষণা করেছে, তাতে ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য চেম্বারের পক্ষ থেকে হেল্প ডেস্ক করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা কোনো সাড়া দিচ্ছেন না। কারণ হিসেবে চেম্বার সভাপতি বলেন, ব্যবসাই নেই। টাকা নিয়ে তারা কী করবেন-এমনটা বলছেন ব্যবসায়ীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর