বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

বেশি পরীক্ষায় বেড়েছে শনাক্ত

এক দিনে মৃত্যু ৪৬, শনাক্ত ৩৪৮৯

বিশেষ প্রতিনিধি

বেশি পরীক্ষায় বেড়েছে শনাক্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গতকাল মৃতের সংখ্যা ৪৬ জন এবং শনাক্তের সংখ্যা ৩ হাজার ৪৮৯ বলা হয়। কিন্তু এক দিন আগে অর্থাৎ গত মঙ্গলবার দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৫ এবং শনাক্তের সংখ্যা ৩ হাজার ২৭ উল্লেখ করা হয়েছিল।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী রবিবার থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭৩টি নমুনা পরীক্ষা হয়; ওইদিন পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৩১ শতাংশ। আর সোমবার থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৭২টি নমুনা পরীক্ষা হয়েছে; পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। গতকাল করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কিত সবশেষ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে উপস্থিত হন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৯৭ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৮৯ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন। আইইডিসিআরের অনুমিত হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৭৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৮০ হাজার ৮৩৮ জনে। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ৮ জন নারী। তাদের মধ্যে ১৪ জন চট্টগ্রাম বিভাগের, ১২ জন ঢাকা বিভাগের, ৯ জন খুলনা বিভাগের, ৪ জন সিলেট বিভাগের, ৩ জন করে রাজশাহী ও বরিশাল বিভাগ এবং ১ জন রংপুর বিভাগের ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ জনের এবং বাড়িতে থাকা অবস্থায় ৮ জনের মৃত্যু হয়। ডা. নাসিমা সুলতানা জানান, মৃত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন,  ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন। তিনি জানান, আইসিডিডিআরবি মলিক্যুয়াল ডায়াগনোস্টিক ল্যাবরেটরিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এ নিয়ে দেশে ৭৫টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এসব পরীক্ষাগারে গত এক দিনে ১৫ হাজার ৬৭২টি নমুনা পরীক্ষা হয়েছে, এ পর্যন্ত দেশে পরীক্ষা হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৫২টি নমুনা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৯৬ শতাংশ, মৃত্যু হার ১ দশমিক ২৮ শতাংশ। করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন ডা. নাসিমা সুলতানা। অনলাইন বুলেটিনে তিনি বলেন, আপনার সুরক্ষা আপনার হাতে। জনসমাগম এড়িয়ে চলুন, সাবান পানি দিয়ে বারবার হাত ধোয়ার নিয়ম মানুন। নিয়মিত ব্যায়াম, ভালো সিনেমা দেখে মানসিক স্বাস্থ্য ভালো রাখুন। এদিকে সারা দেশের কোথায় কোথায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলেন তার সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা : দিনাজপুর : জেলায় নতুন করে আরও ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদরে ১১ জন, নবাবগঞ্জে পাঁচজন, পার্বতীপুরে দুইজন, বীরগঞ্জে একজন করোনায় শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮০৮ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেন ১৫ জন। চাঁপাইনবাবগঞ্জ : জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১১৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহীর পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা ৭০ জনের প্রতিবেদনের মধ্যে ১৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের  মধ্যে ৯ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ও ৬ জনের বাড়ি  গোমস্তাপুর উপজেলায়। কুমিল্লা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার শফিকুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কেরামত আলী ছেলে। এ নিয়ে এই হাসপাতালের করোনা ইউনিটে ৬৫ জন মারা গেছেন। এদিকে নগরীতে ২২ জনসহ কুমিল্লায় নতুন করে ৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত সর্বমোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ১৬৭ জনের। কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল নতুন করে করোনায় আক্রান্তরা হলেন- কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২২ জন, বরুড়া ও নাঙ্গলকোটে সাতজন করে, লাকসামের ১৩ জন, চৌদ্দগ্রামে ১৫ জন, চান্দিনায় পাঁচজন, বুড়িচংয়ে তিনজন, মনোহরগঞ্জে চারজন, সদর দক্ষিণে দুইজন, ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদরে একজন করে আক্রান্ত হয়েছেন। কুষ্টিয়া : জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। মঙ্গলবার নতুন করে ২৭ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ায় জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৬ জনে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই কুষ্টিয়া পৌর এলাকার। তারা প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এ পর্যন্ত জেলায় ১৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। নোয়াখালী : নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় এক দিনে আরও ৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৬২ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের। ফেনী : জেলায় নতুন করে ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সদরে ৬, দাগনভূঞা ৪, সোনাগাজী ৫, পরশুরাম ৫ ও ফুলগাজী ১ জন রয়েছেন। নতুন করে মৃত্যু ১ জনের। জেলায় মোট শনাক্ত ৯৫৫ জন। মৃত্যু ১৯ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর