বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

ভয়াবহতা যুক্তরাষ্ট্র ব্রাজিলে

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৮৩৪-এ। গতকাল বাংলাদেশ সময় রাত ৯টা পর্যন্ত আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য এটি। এ ছাড়া এই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২০ লাখ ১৩২ জন। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ লাখ ৭৪ হাজার ৬৫৫ জন। এর মধ্যে মারা গেছেন ৬৬ হাজার ৮৬৮ জন। এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। সেখানে এখন পর্যন্ত ৭ লাখ ৫৪ হাজার ১৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৮২০ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৩০ লাখ ছাড়াল : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নির্মম মাইলফলক ছুঁয়েছে। গতকাল পর্যন্ত দেশটিতে মহামারী সংক্রমণ বেড়ে ৩০ লাখ ছাড়িয়েছে। এ ছাড়া বিভিন্ন রাজ্য আক্রান্তের রেকর্ড গড়েছে। আর ফ্লোরিডায় হাসপাতালগুলোয় নিবিড় পরিচর্যা ইউনিটের সংকটের আশঙ্কা করা হচ্ছে। গত দুই সপ্তাহে অন্তত দুই ডজন রাজ্যে মহামারীর প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েছে। এতে দেশটির বড় একটি অংশজুড়ে করোনা নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতারই আভাস মিলছে। মঙ্গলবার ক্যালিফোর্নিয়া, হাওয়াই, আইদাহো, মিসৌরি, মন্টানা, ওকলাহোমা ও টেক্সাস সংক্রমণের আগের সব রেকর্ড ভেঙেছে। আর সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা গেছে টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায়। এ বড় রাজ্য দুটিতে গড়ে ১০ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে। অন্তত ২৪টি রাজ্যে সংক্রমণ অস্বাভাবিক হারে বাড়ছে। কেবল দুই সপ্তাহেই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। এতে আমেরিকানদের মধ্যে করোনা পরীক্ষার প্রবণতাও বেড়েছে।

হাউসটনে দেখা গেছে ইউনাইটেড মেমোরিয়াল মেডিকেল সেন্টারে ২ শতাধিক গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। লোকজনকে সেখানে করোনা পরীক্ষা করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। গাড়ি থেকে বের না হয়েই করোনা পরীক্ষা করার সুযোগ নিতে অনেকে রাতে এসেই জায়গা করে নিয়েছেন। ফ্রেড রোস নামে ৩২ বছর বয়সী এক যুবক বলেন, ‘আমার ছোট ভাইয়ের করোনায় পজিটিভ এসেছে, তাই আমিও পরীক্ষা করতে এসেছি।’ তিনি গাড়িতেই রাত কাটিয়েছেন। বলেন, ‘এখানে প্রচুর লোক রয়েছে, তাদের করোনা পরীক্ষা করা দরকার। এ ক্ষেত্রে কিছু করার নেই।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টির বেশি দেশে ছড়িয়েছে মহামারী করোনাভাইরাস। ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর