শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

মালদ্বীপে আটকে পড়া ১৫৭ বাংলাদেশি ফিরল দেশে

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক মহামারী করোনায় মালদ্বীপের রাজধানী মালেতে আটকে পড়া ১৫৭ বাংলাদেশি ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। গতকাল সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ফেরাতে বাংলাদেশ ও মালদ্বীপ সরকারের সহযোগিতায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে মালদ্বীপ যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের প্লেন। সেখান  থেকে স্থানীয় সময় দুপুরে ১৫৭ যাত্রীকে নিয়ে মালের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। গত সন্ধ্যায় ১৫৭ যাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে প্লেনটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই প্রথম ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে ফ্লাইট পরিচালনা করল ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সর্বশেষ খবর