রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

জেএসএসের গুলিতে নারী নিহত বান্দরবানে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ির অংগাইপাড়ায় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর গুলি চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় ঘটনাস্থল থেকে সেনাবাহিনী এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে। সেনাসূত্র জানায়, শনিবার ভোরে সন্ত্রাসীদের অবস্থান জানতে পেরে সেনাবাহিনীর তিনটি টহল দল অবস্থান নেয়। সেনাবাহিনীর অবস্থান টের পেয়ে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসীরা পাহাড়ের পশ্চিম দিক থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে সশস্ত্র সন্ত্রাসীদের আটক করতে সেনাবাহিনী তাদের পিছনে ধাওয়া করে। এ সময় স্থানীয় একজন মহিলা এবং চার বছরের একটি শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত মহিলা এবং শিশুটিকে সেনা সদস্যরা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পথে মহিলা মারা যান।

 উল্লেখ্য, অংগাইপাড়া অরণ্যঘেরা ও পাহাড়ি গহীন এলাকা হওয়ায় সন্ত্রাসীরা এখানে আত্মগোপন করে। এলাকাটিতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, গত ৭ জুলাই বাঘমারা এলাকায় ৬ জন হত্যা করার ঘটনার সঙ্গে এ সন্ত্রাসীরা জড়িত।

সর্বশেষ খবর