মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

বিশ্বে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

বিশ্বে এক দিনে নতুন করে আরও ২ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত বিশ্বে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এর আগে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ ছিল গত শুক্রবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে ওই দিন বিশ্বজুড়ে এক দিনে সর্বোচ্চ ২ লাখ ২৮ হাজার ১০২ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন। জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় হার ২ লাখের বেশি। অথচ গত জুন মাসেও করোনার গড় সংক্রমণের হার ছিল দেড় লাখের নিচে। বিশ্বজুড়ে সংক্রমণের তুলনায় মৃত্যু অতটা আশঙ্কাজনক হারে না বাড়লেও মৃত্যুর সংখ্যা যে একটু একটু করে বাড়তির দিকে যাচ্ছে তা বেশ স্পষ্ট। রেকর্ড সংক্রমণের দিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে শীর্ষ আক্রান্ত দেশগুলোতে। এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরু থেকেই সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। তবে দৈনিক মৃত্যুর গড় হার এখনো পাঁচ হাজারের নিচে রয়েছে। ভারতে পুরনো সব রেকর্ড গুঁড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৮ হাজারের বেশি, এর মধ্যে এক মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন প্রায় আট হাজার। সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৮ হাজার ৭০১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ৮ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ সেখানে করোনায় আক্রান্ত হলেন। ভারতে এ পর্যন্ত ২৩ হাজার ১৭৪ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৫০০ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন অন্তত সাড়ে পাঁচ লাখ করোনা রোগী। গতকাল পর্যন্ত সেখানে করোনা থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ০১ শতাংশ। ভারতে এ পর্যন্ত যত মানুষের নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ১৩ দশমিক ০৯ শতাংশ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ভারতে করোনা সংক্রমণের শীর্ষে থাকা রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৮২৭ জন। এ ছাড়া, তামিলনাড়ুতে ৪ হাজার ২৪৪, কর্ণাটকে ২ হাজার ৬২৭, অন্ধ্র প্রদেশে ১ হাজার ৯৩৩ এবং দিল্লিতে এক দিনে ১ হাজার ৫৭৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে মৃত্যুর ঘটনায় ইতালিকে ছাপিয়ে গেছে এই মুহূর্তে মহামারীর অন্যতম হটস্পট মেক্সিকো। মোট মৃত্যুর হিসাবে বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে উঠে এসেছে তারা। করোনায় মেক্সিকোর চেয়ে বেশি মানুষ মারা গেছে একমাত্র যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও যুক্তরাজ্যে। মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, রবিবার দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ২৭৬ জন, ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪ জন। ইতালিতে করোনায় মারা গেছেন মোট ৩৪ হাজার ৭৫৪ জন। তবে ইউরোপের এ দেশটিতে মহামারীর প্রকোপ অনেকটাই কমে এসেছে। ফলে দেখতে দেখতেই ইতালির চেয়ে বড় মৃত্যুপুরী হয়ে উঠেছে মেক্সিকো। লাতিন আমেরিকার দেশটিতে এক দিনে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৪৮২ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ৭৫০ জন।

সর্বশেষ খবর