মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

উপসর্গ নিয়ে আরও ২৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেলসহ দেশের বিভিন্ন জেলায় জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেলে উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। এ ছাড়া কুমিল্লা ও সাতক্ষীরায় তিনজন করে, বরগুনায় দুজন, চট্টগ্রাম, ময়মনসিংহ, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াতে একজন করে রয়েছেন। এর মধ্যে ১৮ জন হাসপাতলে এবং তিনজন নিজ বাড়িতে, দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। করোনা সন্দেহে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করাও হচ্ছে। অনেককেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য :

কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কভিড-১৯ হাসপাতালে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেন। সাতক্ষীরা : করোনার উপসর্গ নিয়ে ১১ ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৪টা থেকে বেলা ৩টার মধ্যে ওই তিনজন মারা যান। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ৬৮ বছর বয়সের এক ব্যবসায়ী। একই ইউনিয়নের ৫০ বছর বয়সের একজন কৃষক ও কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের ৪০ বছর বয়সী একজন। স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফন করা হয়। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায়, সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। বরগুনা : বরগুনা জেনারেল হাসপাতাল করোনা ইউনিট সূত্রে জানা গেছে, রবিবার রাতে বরগুনা সদর উপজেলার দক্ষিণ লাকুরতলা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর (৭০) করোনা আক্রান্ত সন্দেহে রাত ৮টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে ৫০ শয্যা করোনা ইউনিটে ভর্তি হন। ভর্তির ৬ ঘণ্টা পর তিনি মারা যান। একই উপজেলার গাবতলা গ্রামের সালাম খান (৭০) নামের এক ব্যক্তি গতকাল সকালে করোনায় আক্রান্ত সন্দেহে করোনা ইউনিটে ভর্তি হন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বরিশালে নেওয়ার পথে তিনি মারা যায়। চট্টগ্রাম : করোনা উপসর্গে মারা গেলেন আর্চবিশপ মজেস কস্তা। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মগুরু ও চট্টগ্রামের আর্চবিশপ মজেস কস্তা শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল সকাল ৯টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ময়মনসিংহ : ভালুকায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় নিজ বাড়িতে মো. আসাদুল্লাহ (৬৫) মারা যান। হবিরবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামিরদিয়া এলাকার ছাবেদ আলীর ছেলে আসাদুল্লাহ বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ভোলা : মনপুরা উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ৪৫ বছর বয়সের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরীবাজার এলাকায় সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে ওই ব্যক্তির মৃত্যু হয়। ওই ব্যক্তির বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নে। পটুয়াখালী : বাউফলে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সজল মৃধা (৩৫) নামে এক যুবক মারা গেছেন। গতকাল ভোরে নাজিরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ধান্দী গ্রামে তার মৃত্যু হয়। মৃত সজল মদনপুরা ইউনিয়নের মৃধার বাজার এলাকার রশিদ মৃধার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া উপজেলার নীলাখাদ গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ (৭৫) মারা গেছেন। রবিবার বিকালে নিজ বাড়িতেই তিনি মারা যান। গত কয়েক দিন ধরে তিনি করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছাসেবকরা ওই ব্যক্তির লাশ দাফন করেন বলে উপজেলা প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ঢাকা মেডিকেল : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রবিবার বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন।

সর্বশেষ খবর