শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনায় আনসার কর্মকর্তাসহ পুলিশের দুই কনস্টেবলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চলমান করোনা সংকটে জনগণকে সুরক্ষিত রাখতে সম্মুখযোদ্ধা হিসেবে আরও এক আনসার কর্মকর্তা ও দুই পুলিশ কনস্টেবল জীবন উৎসর্গ করলেন। তারা হলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাগেরহাট জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান এবং কনস্টেবল  ছোটন দেব ও মো. সিরাজুল ইসলাম। এ নিয়ে আনসারের চার ও পুলিশের ৫৩ জন করোনায় জীবন দিলেন। গতকাল আনসার ও পুলিশ সদর দফতর এ তথ্য নিশ্চিত করে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মেহেনাজ তাবাস্সুম রেবিন জানান, ১১ জুলাই মোহাম্মদ মিজানুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি ২০০৫ সালের ১০ নভেম্বর আনসার বাহিনীতে সার্কেল অ্যাডজুট্যান্ট পদে যোগ দেন। ২০১৯ সালের ১৯ আগস্ট তিনি সহকারী পরিচালক পদে পদোন্নতি পান। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে। তার গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার বাঘিয়ায়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। এদিকে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, গতকাল ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল ছোটন ও সিরাজের মৃত্যু হয়। ছোটন ২০১১ সালের ১৪ আগস্ট পুলিশে যোগ দেন। বর্তমানে কক্সবাজার জেলা পুলিশে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও ১৪ মাস বয়সী মেয়ে রয়েছে। পুলিশের ব্যবস্থাপনায় তার লাশ গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাতাজুড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় রীতিতে তার সৎকার করা হয়েছে। মৃত সিরাজুল ইসলাম ১৯৯৪ সালের ১০ জানুয়ারি পুলিশে যোগ দেন। বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগে কর্মরত ছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চর্ক পাঁচপাড়ায়। পুলিশের ব্যবস্থাপনায় তার লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

পুলিশ সদর দফতরসূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ১৩ হাজার ২৪৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডিএমপির রয়েছেন ২ হাজার ৪৭৯ জন। ৯ হাজার ৯৫৫ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন। ৪ হাজার ৯২৮ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪ হাজার ২৭৩ জন পুলিশ কর্মকর্তা। আনসার সদর দফতরসূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ৮৮৩ জন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ৪৮১ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন।

সর্বশেষ খবর