মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা

বাবুল চিশতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিসহ ছয়জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটি অনুমোদনের সিদ্ধান্ত হয় বলে দুদকের জনসংযোগ কার্যালয় জানিয়েছে। শিগগিরই মামলাটি করা হবে। মাহবুবুল হক চিশতি ছাড়া সম্ভাব্য অন্য আসামিরা হলেন- ফারমার্স ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখার প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার (বর্তমানে বরখাস্ত), চেয়ারম্যান মাহবুবুল হক চিশতির ছেলে ও বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক চিশতি, আল-ফারুক ব্যাগস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আল ফারুক, ব্যবস্থাপনা পরিচালক মো. রেদওয়ানুল কবির চৌধুরী ও পরিচালক নিম্মি কবির চৌধুরী। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, সংশ্লিষ্টরা একে অন্যের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে পদ্মা ব্যাংক (সাবেক দি ফারমার্স ব্যাংক লি.), মতিঝিল শাখা থেকে ৪০ কোটি ৭৯ লাখ ২১ হাজার টাকা আত্মসাৎ করেন। সুদ ও আসলসহ ৩১ ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত এর পরিমাণ দাঁড়ায় ৬২ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৬১৯ টাকা। দন্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ ধারায় মামলা হবে। অবৈধ সুবিধা নিয়ে ভুয়া দলিলপত্রের মাধ্যমে নামে-বেনামে ঋণ বিতরণসহ বিভিন্নভাবে ফারমার্স ব্যাংকের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাবুল চিশতি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের আরও কয়েকটি মামলা দায়ের রয়েছে।

সর্বশেষ খবর