বুধবার, ২২ জুলাই, ২০২০ ০০:০০ টা

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস পানিতে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ১৮ জন যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ার পর কোনো প্রাণহানির ঘটনা ছাড়াই উদ্ধার তৎপরতা শেষ করেছে ফায়ার সার্ভিস। গতকাল সকাল সাড়ে ৯টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জানিগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক-হেলপারসহ ১৮ জন যাত্রী নিয়ে বিরতিহীন এ বাসটি সুনামগঞ্জে যাচ্ছিল। গন্তব্য থেকে ৪ কিলোমিটার দূরে জানিগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পানিতে পড়ে যায়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর যাত্রীরা বেরিয়ে আসতে সক্ষম হলেও ছয়জন আহত হন। তবে যাত্রীদের দু-তিন জন নিখোঁজ রয়েছেন বলে অনেকের ধারণা। এদিকে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর বাসের ভিতরে কোনো যাত্রী না পেয়ে উদ্ধার তৎপরতা শেষ করে। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয়রা আমাদের জানিয়েছিলেন বাসে ১৫-২০ জন যাত্রী ছিলেন। তাদের দেওয়া তথ্য ভুল হতে পারে। আমাদের ২ ঘণ্টার তৎপরতায় বাসের ভিতরে কাউকে না পেয়ে বেলা দেড়টায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। এদিকে, খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

সর্বশেষ খবর